Arpita Chatterjee: মিশুকের সঙ্গে মিরর সেলফি অর্পিতার, মা-ছেলের আদুরে মুহূর্ত ভাইরাল

Arpita Chatterjee: টলিপাড়ার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যয়। যদিও স্বামীর পরিচয়ে বাঁচতে নারাজ স্ত্রী অর্পিতা। অভিনেত্রী নিজের জোরে ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয় তৈরি করেছেন। অর্পিতা এখন বেশি পরিচিত 'গওহর' রূপেই। নিজের কাজের বাইরে তাঁকে খুব একটা ব্যক্তিগত জীবন নিয়ে পোস্ট করতে দেখা যায় না।

Advertisement
মিশুকের সঙ্গে মিরর সেলফি অর্পিতার, মা-ছেলের আদুরে মুহূর্ত ভাইরালঅর্পিতা চট্টোপাধ্যায় ও ছেলে মিশুক
হাইলাইটস
  • টলিপাড়ার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যয়।

টলিপাড়ার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যয়। যদিও স্বামীর পরিচয়ে বাঁচতে নারাজ স্ত্রী অর্পিতা। অভিনেত্রী নিজের জোরে ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয় তৈরি করেছেন। অর্পিতা এখন বেশি পরিচিত 'গওহর' রূপেই। নিজের কাজের বাইরে তাঁকে খুব একটা ব্যক্তিগত জীবন নিয়ে পোস্ট করতে দেখা যায় না। এমনকী স্বামী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর ছবি খুব একটা দেখতে পাওয়া যায় না। কিন্তু ছেলে মিশুকের সঙ্গে মাঝে মাঝেই ছবি দিয়ে থাকেন অর্পিতা। সেরকমই একটি ছবি সম্প্রতি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

কথায় বলে, মেয়েরা বাবাদের প্রিয় আর ছেলেরা হয় মায়েদের চোখের মণি। মায়েদের কাছে ছেলেরা যে একটু বেশি আদর-যত্ন পেয়ে থাকেন, এতো সব বাড়িতেই দেখা যায়। অর্পিতা ও প্রসেনজিতের একমাত্র সন্তান তৃষাণজিৎ। যাঁকে সবাই আদর করে মিশুক নামেই ডাকেন। শুক্রবার সকালে তৃষাণজিৎ তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে মায়ের সঙ্গে নিজের মিরর সেলফি পোস্ট করেন। যেখানে অর্পিতাকে দেখা গিয়েছে আয়নার সামনে ছেলের সঙ্গে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। অভিনেত্রী প্রাণ খুলে হাসছেন। মা-ছেলের আদুরে এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

মিশুক জন্মের পর থেকেই ক্যামেরা-অ্যাকশন থেকে দূরেই ছিলেন অর্পিতা। তাঁকে খুব একটা বেশি বড়পর্দায় দেখা যায়নি। ছেলেকে বড় করার জন্য তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে মিশুক বড় হতেই অর্পিতা কাজে ফেরেন। ক্যামেরার সামনেই নয়, অর্পিতার নিজস্ব ব্যবসাও আছে। এখন আবার অভিনেত্রী গওহর রূপেও নিজেকে তুলে ধরেছেন মঞ্চে। মুম্বই, দিল্লি, কলকাতায় একাধিক শো করেন তিনি। তবে যতই ব্যস্ততা থাকুক না কেন, ছেলের জন্য সদা সময় রয়েছে তাঁর।

কোদাইকানালে মিশুকের স্কুলের শেষ দিনেও হাজির হয়েছিলেন অর্পিতা ও প্রসেনজিৎ। মা-বাবার সঙ্গে একসঙ্গে ছবি তুলেছিলেন মিশুক। তারকা দম্পতিকে একসঙ্গে দেখা না গেলেও ছেলের খাতিরে তাঁরা সর্বদা হাজির থাকেন। মা ও বাবার মতো মিশুকও বিনোদন জগতে আসতে চান কিনা এখন সেই দিকেই তাকিয়ে দর্শকেরা।      

Advertisement

POST A COMMENT
Advertisement