Dipanwita Rakshit: 'কারোর ঘনিষ্ঠ হতে পারিনি...', কেন ছোটপর্দা থেকে দূরে পর্দার 'খুকুমণি'?

Dipanwita Rakshit: ছোটপর্দার চেনা মুখগুলির মধ্যে দীপান্বিতা রক্ষিত অন্যতম। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। দীপান্বিতাকে শেষ দেখা গিয়েছিল খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালে। কিন্তু এই সিরিয়াল শেষ হওয়ার পর আর কোনও ধারাবাহিকে তাঁকে দেখা যায়নি।

Advertisement
'কারোর ঘনিষ্ঠ হতে পারিনি...', কেন ছোটপর্দা থেকে দূরে পর্দার 'খুকুমণি'?দীপান্বিতা রক্ষিত
হাইলাইটস
  • ছোটপর্দার চেনা মুখগুলির মধ্যে দীপান্বিতা রক্ষিত অন্যতম।

ছোটপর্দার চেনা মুখগুলির মধ্যে দীপান্বিতা রক্ষিত অন্যতম। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। দীপান্বিতাকে শেষ দেখা গিয়েছিল খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালে। কিন্তু এই সিরিয়াল শেষ হওয়ার পর আর কোনও ধারাবাহিকে তাঁকে দেখা যায়নি। বাংলা ধারাবাহিকে খুকুমণির চরিত্র করে চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিলেন দীপান্বিতা। কিন্তু তারপর বাংলা ধারাবাহিক থেকে দূরে রয়েছেন। বরং এই মুহূর্তে তিনি ব্যস্ত ওয়েব সিরিজ নিয়ে।  সদ্য সম্প্রচার শুরু হয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ় ‘প্রফেসর সেনগুপ্ত’র। কিন্তু কেন তিনি ফিরছেন না ছোটপর্দায়?

বাংলা সিরিয়ালে চেনা মুখদের ভিড়ে কোথায় যেন হারিয়ে গিয়েছেন দীপান্বিতা রক্ষিত। এক সিরিয়াল শেষ হওয়ার পর অভিনেত্রীরা অন্য সিরিয়ালে কাজ পেলেও শিকে ছিঁড়ছে না পর্দার খুকুমণির। ছোটপর্দাতে তো নেই আর সিরিজও করেছেন মাত্র একটা। কেন এত কম কাজ করছেন অভিনেত্রী? এক সংবাদমাধ্যমকে দীপান্বিতা বলেন, গত কয়েক বছরে অনেক বড় সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। কাজের সুযোগ চেয়েছি। কিন্তু তাদের ঘনিষ্ঠ যাঁরা তাঁরাই সেখানে সুযোগ পান। আশা করছি, যখন অন্যান্য সংস্থা একই মুখ কাস্ট করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন হয়তো আমাদের মতো কেউ সুযোগ পাবে।

দীপান্বিতাকে এর আগে তুঁতে সহ আরও দুটি ধারাবাহিকে দেখা গেলেও সেগুলি বেশিদিন চলেনি। আগামী দিনে কি আর দেখা যাবে না তাঁকে ছোট পর্দায়? অভিনেত্রী জানিয়েছেন, অন্য মাধ্যমে কাজের জন্য অনেক দিন অপেক্ষা করেছেন তাঁরা। কিন্তু আর বেশি দিন নয়। আগামী দিনে যদি ভাল কোনও সুযোগ আসে তা হলে অবশ্যই ছোট পর্দায় অভিনয় করবেন। শোনা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আরও একটি মেগা আসতে চলেছে। আর সেখানেই নাকি মধুমিতা সরকার, রণিতা দাস ও দীপান্বিতা রক্ষিতকে দেখা যাবে। তবে এই তিনজনকে একসঙ্গে দেখা যাবে নাকি যে কোনও একজনকে তা নিয়ে সংশয় রয়েছে। 

বছরের শুরুতেই বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিনেত্রী। সেই সময় বাড়িতেই বিশ্রামে ছিলেন। গলব্লাডারে অস্ত্রোপচার হয়েছে দীপান্বিতা রক্ষিতের। তবে সুস্ হয়েই কাজে ফেরেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দীপান্বিতা। মাঝে মাঝেই তাঁর বোল্ড লুক সোশ্যাল মিডিয়ার উষ্ণতা বাড়ায়। তাঁর সাহসী অবতার নেট দুনিয়ায় বারংবার ভাইরাল হয়।  

Advertisement


 

POST A COMMENT
Advertisement