অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে 'চিরদিনই তুমি যে আমার' শ্যুটিং সেটে নায়ক-নায়িকা নাকি একে-অপরের সঙ্গে কথা বলেন না। এই নিয়ে জিতু কমল তথা সিরিয়ালের আর্য সিংহ রায় সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করে, একাধিক সাক্ষাৎকারে এসে তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও সোমবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেন দিতিপ্রিয়া। পর্দার অপর্ণা নাম না করে তাঁর সহ-অভিনেতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। দিতিপ্রিয়ার দীর্ঘ পোস্টে এটা একেবারেই স্পষ্ট ছিল যে তিনি অভিনেতা জিতুর কিছু আচরণে বেশ বিরক্ত। জিতু নাকি দিতিপ্রিয়াকে এমন কিছু মেসেজও পাঠান, যা একেবারেই পছন্দ নয় পর্দার অপর্ণার। এতদিন চুপ করে থাকলেও এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তিনি। একের পর এক অভিযোগ শোনার পর কী বলছেন জিতু?
জিতুর সঙ্গে bangla.aajtak.in যোগাযোগ করলে অভিনেতা বলেন, 'এই কথা শুনে তিনটে হা হা দিলাম। অপরিণত বয়স দিতিপ্রিয়ার। নিজেও জানে না কী লিখেছে। আমি ওকে সঠিক সময়ে সঠিক উত্তর দেব। বাচ্চা মেয়ে, খুবই ইমম্যাচিওর।' জিতু জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কিছু লিখতে চান না। অভিনেতা বলেন, 'আমি দিতিপ্রিয়ার কাজের ফ্যান, ওকে খুব স্নেহ করি।' জিতুর কথায়, 'বাচ্চাদের যেমন মুড সুইং হয়, তেমনি দিতিপ্রিয়ার হয়েছে। শিশুরা শিশুদের মতো কাজ করলে বড়রাও যদি বাচ্চাদের সঙ্গে এরকম কাজ করে তাহলে কী করে হবে? বড়দের ম্যাচিউরিটি দেখাতে হয়।'
যদিও জিতু জানিয়েছেন তিনি খুবই প্রফেশনাল মানুষ। এইসব ছোট ছোট বিষয় নিয়ে তিনি একেবারেই গায়ে মাখেন না। সেটে তিনি পেশাদার অভিনেতার মতোই কাজ করবেন। তাঁর পক্ষ থেকে কোনও অসুবিধাই হবে না। প্রসঙ্গত, এই সিরিয়ালের মাধ্যমেই বহু বছর পর টেলিভিশনে ফিরেছেন জিতু। অপরদিকে, রানি রাসমণি সিরিয়ালের পর বেশ কয়েক বছর ছোটপর্দা থেকে দূরেই ছিলেন দিতিপ্রিয়া। আবার চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের মাধ্যমে ছোটপর্দয় ফেরেন অভিনেত্রী।
দিতিপ্রিয়া তাঁর পোস্টে এটা জানিয়েছেন যে রাত-বিরেতে তাঁর সহ-অভিনেতার নানান ধরনের মেসেজে বিব্রত তিনি। কখনও জিতু তাঁর ও দিতিপ্রিয়ার AI দিয়ে বানানো ভুয়ো কিসিং ছবি পাঠিয়ে বিরক্ত করেছেন আবার কখনও বা আপত্তিকর কথা বলেছেন অভিনেত্রীকে। এতদিন এইসব নিয়ে মুখ খোলেননি দিতিপ্রিয়া। কারণ তিনি বিশ্বাস করেন এড়িয়ে গেলে ভাল থাকা যায়। কিন্তু এরপর জিতুর পোস্ট করা দিতিপ্রিয়ার একটি ছবি ঘিরে যথষ্ট জলঘোলা হয়। দিতিপ্রিয়ার আপত্তি ওঠায় তা জিতু কমল তাঁর সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিলেও তা নিয়ে কম জলঘোলা হয়নি। আর এইসব কিছু নিয়েই এতদিন চুপ ছিলেন অভিনেত্রী। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দীর্ঘ লেখা।