'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালের মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক করেন দিতিপ্রিয়া রায়। বিপরীতে জিতু কমল, বহুবছর পর যিনি নিজেও টেলিভিশনে ফিরেছেন। অনস্ক্রিনে তাঁদের রসায়ন যতই ভাল হোক না কেন, বাস্তবটা আসলে অন্য। শ্যুটিং সেটে এই দুই তারকার কথাবার্তাই হয় না। যার সূত্রপাত জিতুর পোস্ট করা একটি ছবিকে ঘিরে, যা মোটেও পছন্দ ছিল না দিতিপ্রিয়ার। যদিও সেই ছবি জিতু তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে মুছে দিলেও, তা নিয়ে অভিনেতা অযথা জলঘোলা করেন বলে, অনেকেই দাবি করেছেন। এতদিন চুপচাপই ছিলেন দিতিপ্রিয়া। তবে সোমবার সোশ্যাল মিডিয়ায় নাম না করেই জিতু কমলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। যা প্রকাশ্যে আসতেই সকলেই অবাক।
দিতিপ্রিয়া তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তাঁর সহ-অভিনেতাকে নিয়ে একের পর এক মারাত্মক অভিযোগ করেছেন। দিতিপ্রিয়া লেখার প্রথমেই জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরে তাঁকে নিয়ে নানান ধরনের জল্পনা-কল্পনা চলছে, যেটা নিয়ে তিনি চুপই ছিলেন। কারণ অভিনেত্রী বিশ্বাস করেন এই সব বিষয় এড়িয়ে যাওয়াই ভাল। কিন্তু এবার দিতিপ্রিয়া মুখ না খুলে থাকতে পারলেন না। দিতিপ্রিয়া লেখেন, 'প্রথমত, একটি ছবি পোস্ট করা নিয়ে জলঘোলা শুরু। প্রোডাকশন টিম সবসময়েই আমাদের কিছু ছবি দিয়ে থাকে দুজনকেই সমাজমাধ্যমে পোস্ট করার জন্য। আমার কো-অ্যাক্টর সেই সব ছবিই পোস্ট করেন। সেই ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগে না। ছবিটা তিনি ডিলিট করেন। তারপর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন, আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে, তাই ও (আমি) খুব কষ্ট পেয়েছে । কিন্তু আমি তো তার সঙ্গে কথাই বলিনি! আমি শুধুমাত্র প্রোডাকশনকে জানিয়েছিলাম, কারণ ছবিটা তাদেরই তোলা ছিল আর ছবিটা আমার দৃষ্টিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। আমি কোনোরকম নোংরা বা অশ্লীল কমেন্টের কথা কখনোই বলিনি এবং কেউ-ই এই আমার ছবিটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগা কে নিয়ে সেইসময় আমায় কোনও আপত্তি জানায়নি। বরং পরবর্তীকালে বারবার শুনতে হয়েছে, আমি নাকি, তাই স্পন্টেনিয়াসলি হ্যান্ডেল করতে পারি না! একটা ছবি তো, তা নিয়ে এত কিছু!'
দিতিপ্রিয়া আরও লেখেন, 'আমার কো-অ্যাক্টর আমাকে ভীষণ সম্মান করেন ও স্নেহ করেন—এটাই আমি বিশ্বাস করতে চাই। প্রথম এক মাসের পর থেকেই আমার কো-অ্যাক্টর আমার সঙ্গে কথা বলেন না, শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। আমি তাকে কারন জিজ্ঞেস করলে বলেন, তোমার মা-কে ভয় পাই, কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি। এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন, ওই ইভেন্টে যাচ্ছো? আমি বলি, না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তিনি জানতে চান, কেন, তুমি কি প্রেগন্যান্ট? আরেকটি ঘটনায়, একটি AI-তে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি—ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন, বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও। সাথে লেখেন, এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে।'
এখানেই শেষ নয়, দিতিপ্রিয়া আরও বলেন, 'এরপর আরেকদিন আমাকে মেসেজ করে বলেন, আমার তোমার সঙ্গে কথা আছে, দেখো যেন তোমার মা না জানতে পারেন । কাকিমাকে আমি ভয় পাই। এই সব ঘটনাগুলো প্রাথমিক ভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। সেটেও কিছু বিষয় নিয়ে আমার অস্বস্তি শুরু হয়েছিল। আমাদের শ্যুটিং ফ্লোরে প্রায় সবাই জানে এই ঘটনা। আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গণ্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি।আমাদের দারুণ চলতে থাক শো’টা ব্যহত হোক আমি চাইনি।' দীর্ঘ এই পোস্টে দিতিপ্রিয়া তাঁর যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর সহ-অভিনেতার বিরুদ্ধে। নাম না করে অভিনেত্রী যে জিতু কমলকেই কটাক্ষ করেছেন তা কারোর বুঝতে অসুবিধা হবে না।
ছোটবেলা থেকে এখনও পর্যন্ত শুটিংয়ে সব সময়ই দিতিপ্রিয়ার সঙ্গে থাকেন ওঁর মা। কিন্তু সেটে অভিনেত্রীর মায়ের আসা নিয়েও নাকি সমস্যা তাঁর সহ-অভিনেতার। এমনই শুনেছেন নায়িকা। প্রসঙ্গত, কিছুদিন আগেই জিতু কমল লাইভ ভিডিওতে এসে জানিয়েছিলেন তিনি দিতিপ্রিয়াকে খুবই শ্রদ্ধা করেন।