Koneenica Banerjee: বাথটবে উন্মুক্ত শরীরী আকর্ষণ, ৪০ পেরিয়েও 'উষ্ণ' এই বাঙালি অভিনেত্রী

Koneenica Banerjee: বাংলায় প্রবাদ রয়েছে ২০-তেই বুড়ি। আর ৪০-এর কোঠায় আসার পর তো মহিলাদের সব সময়ই বুড়ি, বয়স হয়ে গিয়েছে, এই ধরনের মন্তব্য শুনতে হয়। কিন্তু বয়স ৪০ মানেই আপনি যে বুড়ি নন, ঠিক সেই কথাটাই প্রমাণ করলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বোল্ড ফটোশ্যুট করে রান্নাঘর-এর সঞ্চালিকা প্রমাণ করলেন ৪০ মানেই বুড়িয়ে যাওয়া নয়, সেলব্রেট করলেন বছর ৪০-কে।

Advertisement
বাথটবে উন্মুক্ত শরীরী আকর্ষণ, ৪০ পেরিয়েও 'উষ্ণ' এই বাঙালি অভিনেত্রীকনীনিকা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বোল্ড ফটোশ্যুট করে রান্নাঘর-এর সঞ্চালিকা প্রমাণ করলেন ৪০ মানেই বুড়িয়ে যাওয়া নয়।

বাংলায় প্রবাদ রয়েছে ২০-তেই বুড়ি। আর ৪০-এর কোঠায় আসার পর তো মহিলাদের সব সময়ই বুড়ি, বয়স হয়ে গিয়েছে, এই ধরনের মন্তব্য শুনতে হয়। কিন্তু বয়স ৪০ মানেই আপনি যে বুড়ি নন, ঠিক সেই কথাটাই প্রমাণ করলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বোল্ড ফটোশ্যুট করে রান্নাঘর-এর সঞ্চালিকা প্রমাণ করলেন ৪০ মানেই বুড়িয়ে যাওয়া নয়, সেলব্রেট করলেন বছর ৪০-কে। 

কনীনিকা যে ভিডিও-ছবি শেয়ার করেছেন, সেখানে তাঁকে দেখা গিয়েছে ঘিয়ে রঙের বাথরব পরে রয়েছেন তিনি। হাতে ওয়াইনের গ্লাস। কাঁধ থেকে খসে পড়ছে বাথরব, বাথটবে একেবারে বোল্ড লুকে ধরা দিলেন কনীনিকা। অভিনেত্রী বক্ষ বিভাজিকা একেবারে স্পষ্ট। কনীনিকার এমন ছবি দেখে ভিরমি খাচ্ছে নেটপাড়া। আসলে তাঁকে এতটা বোল্ডরূপে কোনও সময়ই দেখা যায়নি। যদিও সুইম স্যুটে ধরা দিয়েছেন কনীনিকা অনেকবার। তবে এমন সাহসী অবতার এই প্রথমবার। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কোনও ছবিতে তাঁর পোশাকের আড়ালে থাকা অন্তর্বাসের স্ট্র্যাপ দেখা যাচ্ছে। বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন কনীনিকা। ৪০-এও নিজেকে ভালবাসা এই বিশেষ ফটোশ্য়ুট করতে গিয়ে কনীনিকা বলেন, ৪০ বললেই লোকে ধরে নেয় গেলো রে বুড়ো হয়ে গেল। এটা একটা ধারণা। কিন্তু বিশেষ করে এখন, আমাদের ৪০-এর সঙ্গে মায়েদের ৪০-এর অনেক তফাৎ ছিল। অভিনেত্রী বলেন যে এই বয়সে এসে তাঁর কিছু উপলব্ধি হয়েছে। কনীনিকার মুখে বয়সের ছাপ পড়লেও তিনি বোটক্স করাননি। কারণ তিনি নিজের বয়সকে আরও সুন্দরভাবে তুলে ধরতে চান। কনীনিকা জানিয়েছেন যে বয়স লোকানোর জন্য বোটক্স ও ফিলার্স তিনি কোনওদিনই করাবেন না। অভিনেত্রীর কথায়, বলিরেখার মধ্যেও অন্য সৌন্দর্য লুকিয়ে থাকে। এমনকী ওজন কমানোতেও বিশ্বাসী নন তিনি। তাই এইভাবে নিজের ৪০ পেরোনো বয়সকে উদযাপন করতে চাইছেন অভিনেত্রী। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koneenica Banerjee (@koneenica_banerjee)

Advertisement

টেলিভিশনের খুবই চেনা মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। খুব ছোট বয়স থেকেই তিনি অভিনয় করছেন। রবি ওঝার এক আকাশের নীচে সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর সিরিয়ালের পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজেও তাঁর অভিনয় নজর কাড়ে। উইকিপিডিয়া বলছে কনীনিকার বয়স ৪৫ বছর। আট বছর আগে সাতপাকে বাঁধা পড়েন কনীনিকা। প্রযোজক সুরজিৎ হরির দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী। দুজনের একমাত্র সন্তান অন্তঃকরণা, ডাকনাম কিয়া। সুরজিতের প্রথম পক্ষের সন্তানের সঙ্গেও দারুণ বন্ডিং কনীনিকার। কাজ ও সংসার দুটোই মন দিয়ে করছেন। তবে এখন মেয়ে অনেকটাই ছোট হওয়ার কারণে কনীনিকা সিরিয়ালে ফিরতে চান না এখনই। রান্নাঘর শো-তে সঞ্চালিকার ভূমিকায় এখন দেখা যাচ্ছে তাঁকে। 

    

  

POST A COMMENT
Advertisement