
গুঞ্জন অনেক আগে থেকেই ছিল যে শীঘ্রই ঋতাভরী চক্রবর্তী তাঁর প্রেমিক ও বলিউডের স্ক্রিপ্ট রাইটার সুমিত অরোরার সঙ্গে এনগেজমেন্ট সারবেন। আর সেই গুঞ্জনকে সত্যি করে সম্প্রতি বাগদান পর্ব সেরে ফেললেন ঋতাভরী ও সুমিত। সেই ছবি ইতিমধ্যেই শেয়ার করেছেন ঋতাভরী। চলতি বছরের ডিসেম্বরেই ডেস্টিনেশন ওয়েডিং সারবেন অভিনেত্রী। আর তার আগেই জানালেন বিয়েতে তাঁর প্ল্যান কী।
এক সংবাদমাধ্যমের কাছে ঋতাভরী তাঁর বিয়ের পরিকল্পনা শেয়ার করার সময় এও জানিয়েছেন যে তিনি কেন সুমিতকে বিয়ে করছেন। ঋতাভরী জানিয়েছেন, সুমিত জানেন অভিনেত্রী কী খেতে পছন্দ করেন, নায়িকার পিরিয়ডসের সময় সবচেয়ে অপছন্দ কী সেটাও জানেন ঋতাভরীর হবু বর। সুমিত জানেন ঋতাভরী কফির স্বাদ, নায়িকা কীসে রাগেন। ঋতাভরী জানান, তাঁরা একে-অপরের সব ছোট ছোট জিনিসই জানেন, এমনকী নিজেদের খারাপ দিকগুলো। প্রসঙ্গত, গত বছরের দিওয়ালির সময়ই ঋতাভরী তাঁর প্রেমিক সুমিত অরোরাকে সামনে আনেন।
জানা গিয়েছে, এই বছরের ডিসেম্বরে থাইল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিং করবেন ঋতাভরী। বিয়ের পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমকে নায়িকা বলেন যে খুব ব্যক্তিগত পরিসরে এই বিয়ে হবে। যেখানে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও দুই পক্ষের পরিবারের সদস্যরা থাকবেন। তবে থাইল্যান্ড থেকে ফিরে ঋতাভরী ও সুমিত ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য কলকাতায় গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করবেন। এই সাক্ষাৎকারে সুমিতও জানিয়েছেন যে তাঁরা শান্তিনিকেতনে একসঙ্গে গিয়ে একে-অপরের ভালোবাসায় পড়েন।
উল্লেখ্য, সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের সংলাপও তিনি লিখেছেন। এর আগে ঋতাভরী সম্পর্কে জড়িয়েছিলেন তথাগত সেনগুপ্তের সঙ্গে তবে সেই সম্পর্ক টেকেনি। জানা গিয়েছে, বাঙালি ও পঞ্জাবি দুই মতেই বিয়ে হবে ঋতাভরী ও সুমিতের।