Rittika Sen: হঠাৎ করেই আক্রান্ত, অবশেষে সুস্থ হয়ে শ্যুটিংয়ে ফিরলেন ঋত্বিকা

Rittika Sen: অসুস্থতা কাটিয়ে এবার কাজে ফিরলেন টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন। এপ্রিলের গোড়ার দিকে তাঁর অসুস্থতার খবর সামনে আসতে সকলে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গতমাসের প্রথম সপ্তাহে আচমকাই অভিনেত্রীর মুখে অক্সিজেন মাস্ক ও হাতে নল লাগানো দেখে অনেকেই ঘাবড়ে যান। যদিও অভিনেত্রী সেই সময় সকলকে আশ্বস্ত করে জানিয়েছিলেন যে তিনি সামান্য অসুস্থ হয়ে পরেছেন, চিকিৎসা চলছে।

Advertisement
হঠাৎ করেই আক্রান্ত, অবশেষে সুস্থ হয়ে শ্যুটিংয়ে ফিরলেন ঋত্বিকাঋত্বিকা সেন
হাইলাইটস
  • অসুস্থতা কাটিয়ে এবার কাজে ফিরলেন টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন।
  • এপ্রিলের গোড়ার দিকে তাঁর অসুস্থতার খবর সামনে আসতে সকলে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
  • গতমাসের প্রথম সপ্তাহে আচমকাই অভিনেত্রীর মুখে অক্সিজেন মাস্ক ও হাতে নল লাগানো দেখে অনেকেই ঘাবড়ে যান।

অসুস্থতা কাটিয়ে এবার কাজে ফিরলেন টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন। এপ্রিলের গোড়ার দিকে তাঁর অসুস্থতার খবর সামনে আসতে সকলে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গতমাসের প্রথম সপ্তাহে আচমকাই অভিনেত্রীর মুখে অক্সিজেন মাস্ক ও হাতে নল লাগানো দেখে অনেকেই ঘাবড়ে যান। যদিও অভিনেত্রী সেই সময় সকলকে আশ্বস্ত করে জানিয়েছিলেন যে তিনি সামান্য অসুস্থ হয়ে পরেছেন, চিকিৎসা চলছে। তাঁর বিশ্রামের প্রয়োজন। খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে ফিরবেন। ঋত্বিকা সেই প্রতিশ্রুতি রেখেছেন। 

শ্যুটিংয়ে ফিরলেন অভিনেত্রী
নববর্ষের দিনই ঋত্বিকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তিনটে ছবি পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে, অসুস্থতা কাটিয়ে অবশেষে সেটে ফিরেছেন অভিনেত্রী। নিজের ভ্যানিটিতে বসে একটি ছবি পোস্ট করলেন ঋত্বিকা। কাজে ফিরে তিনি যে কতটা খুশি তা প্রকাশ পেল ঋত্বিকার ছবিতে। অভিনেত্রীর হাতে জলের বোতল রয়েছে। নিজেকে সুস্থ ও হাইড্রেট রাখতে বেশি করে জল খাচ্ছেন, সেটাই বোঝালেন তাঁর ক্যাপশনেও। এই ছবি পোস্ট করে ঋত্বিকা লিখেছেন, শ্যুটে ফিরলাম। শেষ ছবিটাই আমার আসল মেজাজ। আসলে শেষ ছবিতে অভিনেত্রী বোতল থেকে জল খাচ্ছিলেন।

আরও পড়ুন: Rittika Sen: অক্সিজেন মাস্ক-ক্লান্ত শরীর, কী হয়েছে 'বরবাদ' খ্যাত ঋত্বিকার?

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rittika Sen (@rittika_sen)

এপ্রিলের গোড়াতে অসুস্থ হয়ে পড়েন ঋত্বিকা
গতমাসে ঋত্বিকা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েন। সেই ছবিও তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কী হয়েছিল অভিনেত্রীর? তিনি জানান যে বেশ কিছুদিন ধরেই শরীর ভাল নেই তাঁর। ভীষণ কাশি, সঙ্গে বুকে ব্যাথা, অসম্ভব ক্লান্তি। চিকিৎসকের কাছে গেলে তাঁকে বলা হয়, ইনফেকশনে আক্রান্ত তিনি। হঠাৎ আবহওয়া পরিবর্তনের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন। ওষুধ চলছে। তিনি আরও বলেন, “কিছু দিন বিশ্রাম নিচ্ছি, সুস্থ হয়ে ওঠার জন্য।”   

Advertisement

আরও পড়ুন: Rittika Sen: আচমকা গায়েব ঋত্বিকা সেন, এখন কী করছেন দেব-বনির নায়িকা?

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন
প্রসঙ্গত, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকেন। নিজের রিলস-ভিডিও ছবি পোস্ট করে থাকেন তিনি। ২০১৪ সালে রাজ চক্রবর্তীর বরবাদ সিনেমা দিয়ে টলিউডে পা রাখেন অভিনেত্রী। তবে এর আগে একাধিক সিনেমায় ঋত্বিকাকে শিশুশিল্পী হিসাবে দেখা গিয়েছে। তবে বরবাদ-এর পর একটি ছবিতেই মুখ্য চরিত্র করে অপর্ণা সেনের ‘আরশি নগর’-এ দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ আসে। এখানে দেবের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর একাধিক বাণিজ্যিক ধারার ছবিতে কাজ করেছেন ঋত্বিকা। তবু টলিউডে সে ভাবে সাফল্য আসেনি। এই মুহূর্তে দক্ষিণী ছবির কাজে ব্যস্ত তিনি।   
 

POST A COMMENT
Advertisement