Sayantani Mullick: টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনীর, এখন কেমন আছেন?

Sayantani Mullick: টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত মুখ অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। অনেক সিরিয়ালেই তাঁকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। আচমকাই অভিনেত্রী নাকি ব্রেন স্ট্রোকে আক্রান্ত। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement
টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক অভিনেত্রী সায়ন্তনীর, এখন কেমন আছেন?ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী সায়ন্তনী
হাইলাইটস
  • টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত মুখ অভিনেত্রী সায়ন্তনী মল্লিক।

টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত মুখ অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। অনেক সিরিয়ালেই তাঁকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। আচমকাই অভিনেত্রী নাকি ব্রেন স্ট্রোকে আক্রান্ত। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রীর অসুস্থতায় রীতিমতো আতঙ্কিত স্বামী ইন্দ্রনীল মল্লিক। তবে জানা গিয়েছে, এখন সায়ন্তনী সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন হাসপাতালের ছবি। 

জানা গিয়েছে বুধবার এই ঘটনা ঘটেছে। সেই সময় টিভি দেখছিলেন সায়ন্তনী। আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয়। পরীক্ষা করে দেখা গিয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে অভিনেত্রীর। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল জানান যে তাঁর স্ত্রীর শরীরে কোনও অসুস্থতা ছিল না। একেবারে সুস্থ ছিল। হঠাৎ কী করে ব্রেন স্ট্রোক হল, তা এখনও কিছু জানা যায়নি। তবে এখন সায়ন্তনী সুস্থ আছেন। রবিবারই ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

জানা গিয়েছে, এখন সায়ন্তনীকে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। আগামী ১৫ দিন পুরো বিশ্রামে থাকতে হবে। আপাতত সায়ন্তনী কোনও সিরিয়ালের সঙ্গে এই মুহূর্তে যুক্ত নেই। কিছুদিন আগেই তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শ্যুটিং শেষ করেছেন। সিরিয়ালের সেটে এই ধরনের ঘটনা ঘটলে আরও বিপদ হতে পারত। প্রসঙ্গত, স্বামী-স্ত্রী দুজনেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। ইন্দ্রনীল টেলিভিশনে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রেই অভিনয় করেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সায়ন্তনী হাসপাতাল থেকে তাঁর ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন। যেখানে তিনি ইন্দ্রনীলকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। অভিনেত্রী লেখেন, তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ। সায়ন্তনীকে দেখতে হাসপাতালে এসেছিলেন বন্ধু গীতশ্রীও। প্রসঙ্গত, ২০২১ সালে ইন্দ্রনীলের সঙ্গে বিয়ে করেন সায়ন্তনী। এটা ইন্দ্রনীলের দ্বিতীয় বিয়ে। দুজনেই সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। প্রায়ই নিজেদের নাচের রিলস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা। 

POST A COMMENT
Advertisement