Solanki Roy: দু'বছর পর টেলিভিশনে কামব্যাক শোলাঙ্কির, কোন মেগাতে দেখা যাবে পর্দার 'খড়ি'কে?

Solanki Roy: টেলিদুনিয়া তথা টলিউডে বেশ জনপ্রিয় এক নাম শোলাঙ্কি রায়। মিষ্টি হাসির এই নায়িকাকে দর্শকেরা ভীষণভাবে ভালোবাসেন। কখনও ইচ্ছে নদী ধারাবাহিকে মেঘলা আবার কখনও বা গাঁটছড়ার খড়ি। যে চরিত্রেই শোলাঙ্কি এসেছেন, সেই চরিত্রটি অগুণিত ভালোবাসা পেয়েছে দর্শকের কাছ থেকে।

Advertisement
দু'বছর পর টেলিভিশনে কামব্যাক শোলাঙ্কির, কোন মেগাতে দেখা যাবে পর্দার 'খড়ি'কে?শোলাঙ্কি রায়
হাইলাইটস
  • টেলিদুনিয়া তথা টলিউডে বেশ জনপ্রিয় এক নাম শোলাঙ্কি রায়।

টেলিদুনিয়া তথা টলিউডে বেশ জনপ্রিয় এক নাম শোলাঙ্কি রায়। মিষ্টি হাসির এই নায়িকাকে দর্শকেরা ভীষণভাবে ভালোবাসেন। কখনও ইচ্ছে নদী ধারাবাহিকে মেঘলা আবার কখনও বা গাঁটছড়ার খড়ি। যে চরিত্রেই শোলাঙ্কি এসেছেন, সেই চরিত্রটি অগুণিত ভালোবাসা পেয়েছে দর্শকের কাছ থেকে। প্রতিবারই নায়িকা তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তবে গাঁটছড়া ধারাবাহিকের পর আর শোলাঙ্কিকে ছোটপর্দায় দেখা যায়নি। বরং অভিনেত্রীকে ওয়েব সিরিজ ও বড়পর্দাতেই দর্শক দেখেছেন। প্রায় বছর দুয়েক পর ছোটপর্দায় ফিরছেন শোলাঙ্কি। 

শোলাঙ্কির ছোটপর্দাতেই হাতেখড়ি। তাই টেলিভিশনের প্রতি তাঁর টান একেবারে অন্যরকম। তাই সেই ভালোবাসার টানেই আবারও মেগাতে ফিরছেন নায়িকা। সান বাংলার ভিডিও বৌমা-তে কামব্যাক করছেন শোলাঙ্কি। এই সিরিয়ালেই কি তাহলে দেখা যাবে অভিনয় করতে? একটি ছবিতে আকাশ ও মাটির সঙ্গে হাসিমুখে দেখা গেল শোলাঙ্কিকে। আসলে এই সিরিয়ালে অভিনেত্রীকে বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে। ইলিশ উৎসবে মেতেছে গোটা পরিবার। সেখানেই এন্ট্রি শোলাঙ্কির। অভিনেত্রীর শ্যুটিংও সারা।

শোলাঙ্কির সঙ্গে এই সিরিয়ালে দেখা যাবে তিতিক্ষা দাসকেও। তিতিক্ষা দাস ছোটপর্দার পরিচিত মুখ। 'দুই শালিক' ধারাবাহিকে অভিনয় করে যেন অনুরাগী সংখ্যা আরও বেড়েছে তাঁর। ওই ধারাবাহিক শেষ হতেই তাই তিতিক্ষার ফেরার অপেক্ষায় আছেন দর্শক। শোলাঙ্কি ও তিতিক্ষাকে ভিডিও বৌমাতে সম্ভবত ৩১ জুলাইয়ের পর্বে দেখা যাবে। শোলাঙ্কিকে ছোটপর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা। 


বর্তমানে সিনেমা এবং সিরিজেই বেশি মনোযোগী নায়িকা। শুধু তাই নয় মাঝে বেশ কিছুটা সময় মায়ানগ্রী মুম্বইতেও ছিলেন তিনি। সেখানে বেশ কিছু মেগার জন্য ডাক এসেছিল তাঁর কাছে। কিন্তু মেগা করতে নারাজ নায়িকা, তাই সেই সব অফার গ্রহণ করেননি। তাঁর মূল লক্ষ্যই ছিল ছবি বা সিরিজ। 'খাঁকি ২'-এর সুযোগও আসে তাঁর কাছে। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে তাঁকে বাদ পড়তে হয়। তবে তা নিয়ে অবশ্য নায়িকার কোনও আক্ষেপ নেই। এরপর চলতি বছরে মুম্বই থেকে ফিরে বেশ কিছু বাংলা ছবি ও সিরিজে তিনি কাজ করেন। সামনেই তাঁর নতুন একটি ছবিও মুক্তি পেতে চলেছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement