Sounitrisha Kundu: দোকানের মিষ্টি খাওয়া নিষেধ, বাড়িতেই কেক বানালেন সৌমিতৃষা, VIDEO

Sounitrisha Kundu: টেলিভিশনের জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু। 'মিঠাই' সিরিয়াল দিয়ে অভিনেত্রীর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। এই সিরিয়াল শেষ হওয়ার পরই সৌমিতৃষা সুযোগ পান দেবের বিপরীতে প্রধান ছবিতে কাজ করার। রাতারাতি সেই খ্যাতি যেন অনেকটাই বেড়ে যায়। ওয়েব সিরিজ, একটা-দুটো সিনেমা করার পরই হঠাৎ করে কোথাও যেন গায়েব হয়ে গিয়েছিলেন সৌমিতৃষা।

Advertisement
দোকানের মিষ্টি খাওয়া নিষেধ, বাড়িতেই কেক বানালেন সৌমিতৃষা, VIDEO সৌমিতৃষা কুন্ডু
হাইলাইটস
  • টেলিভিশনের জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু।

টেলিভিশনের জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু। 'মিঠাই' সিরিয়াল দিয়ে অভিনেত্রীর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। এই সিরিয়াল শেষ হওয়ার পরই সৌমিতৃষা সুযোগ পান দেবের বিপরীতে প্রধান ছবিতে কাজ করার। রাতারাতি সেই খ্যাতি যেন অনেকটাই বেড়ে যায়। ওয়েব সিরিজ, একটা-দুটো সিনেমা করার পরই হঠাৎ করে কোথাও যেন গায়েব হয়ে গিয়েছিলেন সৌমিতৃষা। তাঁর দেখা পাওয়া যায় ২১ জুলাইয়ের মঞ্চে। রোজ না হলেও সোশ্যাল মিডিয়ায় একটু একটু করে সক্রিয় হচ্ছেন মিঠাই রানি। আর তারই মাঝে শেখালেন হেলদি গাজরের কেক। 

অভিনয়ের পাশাপাশি সৌমিতৃষা মাঝে মধ্যেই ডেইলি ভ্লগ করে থাকেন। যদিও অসুস্থতার কারণে তা করে উঠতে পারেননি। কিন্তু ফের চেনা ছন্দে ফিরতেই ডেইলি ভ্লগ শুরু করে দিলেন দেবের নায়িকা। সম্প্রতি সৌমিতৃষা যে ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে তিনি কেক, পেস্ট্রি, মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসালেও, যেহেতু এখনও তিনি পুরোপুরি সুস্থ নন তাই বাইরের খাবার খুব একটা খাচ্ছেন না। সুতরাং বাড়িতেই স্বাস্থ্যকর খাবার তৈরি করছেন। সেরকমই গাজর কেক বানিয়ে দেখালেন নায়িকা।

 

ভিডিওতে দেখা গিয়েছে সৌমিতৃষা একেবারে অভিজ্ঞ শেফদের মতো গাজর কেকের সব উপকরণ সাজিয়ে নিয়েছেন। এরপর একের পর এক ধাপ অনুসরণ করে সৌমিতৃষা বানিয়ে নিয়েছেন তাঁর স্বাস্থ্যকর গাজরের কেক। সৌমিতৃষা তাঁর ভিডিওতেই জানিয়েছেন যে তিনি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন। তাই বাড়িতেই এরকম লো ক্যালরি কেক-মিষ্টি তৈরি করে নেন। 

প্রসঙ্গত, প্রায় ৩ মাসের ওপর সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন সৌমিতৃষা। এমনকী দেখা যায়নি তাঁকে কোনও ইভেন্টেও। হঠাৎ করে পর্দার মিঠাইয়ের এভাবে উধাও হয়ে যাওয়া, ভক্তদের কাছে বেশ দুঃশ্চিন্তার বিষয়ই ছিল। প্রশ্ন ছিল একটাই, সৌমিতৃষা ঠিক আছেন তো? কিছুমাস আগেই তিনি ইনস্টাগ্রামে কিডনিতে স্টোন হওয়ার ছবি পোস্ট করেন। যা দেখে অনেকেই মনে হয়েছিল যে তাঁর কিডনিতে স্টোন হয়েছে। অসুস্থতার কারণেই সবকিছু থেকে দূরে ছিলেন সৌমিতৃষা। তাঁর দেখা মিলল ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিন। পরেছিলেন হলদে রঙা সালোয়ার স্যুট। টলিউডের বাকিদের সঙ্গে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছিল তাঁকে। সন্ধে গড়াতেই ফের একবার সামাজিক মাধ্যমে সচল হলেন তিনি। ছবি শেয়ার করে লিখলেন, যে স্বপ্ন দেখে তাঁর স্বপ্ন দেখা উচিৎ। ক্রমে সুস্থ হচ্ছি।

Advertisement

 

POST A COMMENT
Advertisement