টলিপাড়ায় খুবই জনপ্রিয় নাম সৌমিতৃষা কুণ্ডু। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করলেও বড়পর্দায় দেবের বিপরীতে অভিনয় করে তিনি তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়ে নিয়েছেন। মিঠাই সিরিয়াল অভিনেত্রীকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। এই সিরিয়াল শেষ হওয়ার পরই অভিনেত্রী প্রধান ছবিতে ডেবিউ করেন। এরপর তিনি একের পর এক প্রজেক্টে কাজ করে চলেছেন। হইচই ওয়েব সিরিজ কালরাত্রি-র মাধ্যমে ওটিটিতেও ডেবিউ করে ফেলেছেন। এসবের মাঝেই শোনা যাচ্ছে যে আবারও ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন নাকি সৌমিতৃষা।
এক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছিলেন যে তিনি ছোটপর্দায় আর ফিরবেন না। তবে মেগা সিরিয়ালের প্রতি অনীহা দেখিয়েছিলেন অভিনেত্রী। ছোটপর্দায় এমনি ফিরতে তাঁর কোনও আপত্তি নেই। শোনা যাচ্ছে, টেলিভিশনের পর্দায় সৌমিতৃষা ফিরছেন। কোনও সিরিয়াল নয়, নন-ফিকশন শো-তে ফিরতে চলেছেন সৌমিতৃষা। যেটা দেখা যাবে জি বাংলাতেই। টেলিপাড়া সূত্রে খবর, এই শোয়ের নাম ডিয়ার ডিসেম্বর। তবে সৌমিতৃষা একা নন, এই নন-ফিকশন শোতে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকে।
সিরিয়ালে না হোক, সঞ্চালনায় এই নতুন জুটিকে পেয়ে বেশ খুশি সৌমিতৃষার ভক্তরা। খুশি অভিনেত্রী নিজেও। এই শোয়ের পরিচালনার দায়িত্বেও থাকছেন অভিজিৎ সেন। সৌমিতৃষা এক সাক্ষাৎকারে বলেন যে, এই নিয়ে তিনি দ্বিতীয় বার সঞ্চালকের ভূমিকায় থাকছেন। আবারও জি বাংলার পরিবারে ফিরতে পেরেও খুশি তিনি। এর আগে সৌমিতৃষাকে এক সিরিয়ালে খলনায়িকার চরিত্রে দেখা গেলেও নায়িকা বেশি জনপ্রিয়তা পান মিঠাই সিরিয়ালে। এই সিরিয়ালে তিনি নাম ভূমিকায় অভিনয় করে দারুণ পরিচিতি পেয়ে যান। এরপর গত বছর এই সিরিয়াল শেষ হওয়ার পর পরই সৌমিতৃষা দেবের প্রধান ছবিতে ডেবিউ করার সুযোগ পেয়ে যান।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ছোটপর্দায় ফিরেছেন আদৃত রায়। মিঠাই-র পর বেশ কিছুদিন বিরতিতে ছিলেন নায়ক। তারপরই আদৃত মিত্তির বাড়ি সিরিয়ালে কামব্যাক করেন। তারপর থেকেই সবাই এটা জানতে চান যে সৌমিতৃষা ছোটপর্দায় ফিরবেন কবে। এবার দর্শকদের সেই ইচ্ছাই পূরণ হতে চলেছে। কবে কখন এই শো দেখা যাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।