subhashree Ganguly: লাল ঢাকাই শাড়ি সঙ্গে সোনার গয়না, বাড়ির অন্নপূর্ণা পুজোয় ঘরোয়া লুকসে শুভশ্রী

subhashree Ganguly: একদিকে তুখোড় অভিনেত্রী আবার অন্যদিকে সংসারী। রাজ-ঘরণী শুভশ্রী সবদিকেই দক্ষ। নিজের পেশাকে যেমন সামলান তেমনি বাড়ির সব শুভ কাজেই উপস্থিত থাকেন রাজ চক্রবর্তীর স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী। প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ-শুভশ্রীর বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়েছিল।

Advertisement
লাল ঢাকাই শাড়ি সঙ্গে সোনার গয়না, বাড়ির অন্নপূর্ণা পুজোয় ঘরোয়া লুকসে শুভশ্রীশুভশ্রী গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • একদিকে তুখোড় অভিনেত্রী আবার অন্যদিকে সংসারী।

একদিকে তুখোড় অভিনেত্রী আবার অন্যদিকে সংসারী। রাজ-ঘরণী শুভশ্রী সবদিকেই দক্ষ। নিজের পেশাকে যেমন সামলান তেমনি বাড়ির সব শুভ কাজেই উপস্থিত থাকেন রাজ চক্রবর্তীর স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী। প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ-শুভশ্রীর বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ঘরোয়া লুকসে দেখা গেল নায়িকাকে। যার রূপে মুগ্ধ গোটা নেট দুনিয়া। 

রবিবার রামনবমী। আর শনিবার ছিল অন্নপূর্ণা পুজো। প্রতি বছরের মতো এদিনও মায়ের আরাধনার ব্যবস্থা করেছিলেন রাজ-শুভশ্রী। মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসেছিলেন শুভশ্রী। তবে এই বছর তাঁর লুকস একটি হালকা। পরনে লাল রঙের ঢাকাই শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া। গলায় ও হাতে সোনার গয়না, সঙ্গে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর এবং কপালে টিপ। সেভাবে মেকআপ করেননি নায়িকা। আর পুজোর দিন এমন ঘরোয়া লুকসে ধরা দিতেই শুভশ্রীর রূপে বুঁদ নেট দুনিয়া। 

পুজোর পাশাপাশি স্ত্রীর ভিডিও করতে ভোলেননি পরিচালক রাজ চক্রবর্তী। আর একটি ভিডিওতে দেখা গেল মা শুভশ্রীর কোলে বসে ছেলে ইউভান। রাজের বাড়ির অন্নপূর্ণা পুজোয় হাজির তাঁর দুই দিদি ও তাঁদের পরিবারও। সোফায় বসে রাজের মা, পুজো দেখছেন। গত বছর অন্নপূর্ণা পুজোয় শুভশ্রীর লুকস ছিল একেবারে আলাদা। সেই বছর শুভশ্রী সেজেছিলেন সোনালি রঙের কাঞ্জিভরম শাড়িতে। সঙ্গে পরেছিলেন মানানসই সোনার গয়না। সিঁথিতে মোটা করে সিঁদুর। এই বছর আবার নায়িকার ঘরোয়া লুকসও দারুণভাবে পছন্দ হয়েছে নেটিজেনদের। 

এই মুহূর্তে শুভশ্রীর হাতে রয়েছে বেশ কিছু প্রজেক্ট। প্রসঙ্গত শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দর্শকরা শেষবার সন্তান ছবিতে দেখেছিলেন। আগামীতে তাঁকে দেখবেন লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে। সৃজিতের এই ছবিতে তিনি বিনোদিনীর চরিত্রে ধরা দেবেন। এছাড়াও হইচই প্ল্যাটফর্মে অনুসন্ধান সিরিজে দেখা যাবে রাজ-ঘরণীকে। এছাড়াও আবির ও অনির্বাণের সঙ্গে শুভশ্রী কাজ করবেন চোর-পুলিশ ডাকাত-বাবু-তে। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement