Subhashree Ganguly: একবারে এতগুলো ফুচকা খেতে পারেন শুভশ্রী, শুনলে অবাক হবেন

Subhashree Ganguly: টলিউডের অন্যতম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ওটিটিতে ইন্দুবালা ভাতের হোটেল সিরিজের মাধ্যমে অভিনেত্রী এখন সকলের প্রশংসা কোড়াচ্ছেন। ইন্দুবালা ভাতের হোটেল অভিনেত্রীর প্রথম ওটিটি প্রজেক্ট বলে জানা গিয়েছে। অভিনয় পেশার সঙ্গে যেহেতু যুক্ত তিনি তাই অনেক ভেবেচিন্তে খাওয়া-দাওয়া করতে হয়।

Advertisement
একবারে এতগুলো ফুচকা খেতে পারেন শুভশ্রী, শুনলে অবাক হবেনফুচকা খেতে ভালোবাসেন শুভশ্রী
হাইলাইটস
  • টলিউডের অন্যতম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
  • ওটিটিতে ইন্দুবালা ভাতের হোটেল সিরিজের মাধ্যমে অভিনেত্রী এখন সকলের প্রশংসা কোড়াচ্ছেন
  • বেশ কিছুদিন আগে দিদি নম্বর ১-এ এসে শুভশ্রী জানিয়েছিলেন তাঁর ফুচকা-প্রীতির কথা

টলিউডের অন্যতম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ওটিটিতে ইন্দুবালা ভাতের হোটেল সিরিজের মাধ্যমে অভিনেত্রী এখন সকলের প্রশংসা কোড়াচ্ছেন। ইন্দুবালা ভাতের হোটেল অভিনেত্রীর প্রথম ওটিটি প্রজেক্ট বলে জানা গিয়েছে। অভিনয় পেশার সঙ্গে যেহেতু যুক্ত তিনি তাই অনেক ভেবেচিন্তে খাওয়া-দাওয়া করতে হয়। তার ওপর অভিনেত্রী থাকেন কড়া শরীরচর্চার মধ্যে। কিন্তু জানা গিয়েছে যে শুভশ্রী অসম্ভব খাদ্য রসিক। 

ফুচকা খেতে ভালোবাসেন অভিনেত্রী
তিনি যে খেতে ভালোবাসেন তা অনেক সাক্ষাৎকারেই জানিয়েছেন তিনি। তবে শুভশ্রী যে খাবারটি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন তা সব মেয়েদেরই পছন্দের খাবার। মেয়েরা যে কোনও দিন যে কোনও সময়ে এই খাবারটি খেতে চাইবেন। আর যে খাবারের কথা বলা হচ্ছে তা শহরের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলির মধ্যে অন্যতম। ঠিকই ধরেছেন শুভশ্রী খেতে ভালোবাসেন ফুচকা। ফুচকার প্রতি টান শুভশ্রীর সেই ছোট থেকেই। 

 

আরও পড়ুন: Subhashree-Yuvaan: এই বয়সেই 'গ্র্যাজুয়েট হয়ে গেল ইউভান', অভিনন্দন মা শুভশ্রীকে

৬৪টি ফুচকা খেতে পারেন অভিনেত্রী
বেশ কিছুদিন আগে দিদি নম্বর ১-এ এসে শুভশ্রী জানিয়েছিলেন তাঁর ফুচকা-প্রীতির কথা। তবে অভিনেত্রীর ফুচকা খাওয়ার সংশ্যা শুনে রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই ভির্মি খাচ্ছিলেন। আসলে তিনি নিজেও ভাবতে পারেননি যে শুভশ্রী এত ফুচক একবারে খেতে পারেন। শুভশ্রী জানিয়েছিলেন যে তিনি একেবারে ৬৪টা ফুচকা খেতে পারেন না থেমে। ফুচকা খেতে অনেকেই ভালোবাসেন এবং অনেকেই অনেক ফুচকা খেতে পারদর্শী। তবে শুভশ্রীর এতগুলো ফুচকা খাওয়ার বহর দেখে সত্যিই অবাক হতে হয়। 

আরও পড়ুন: Subhasree Ganguly: কিছুতেই যাচ্ছে না শুভশ্রীর এই বদভ্যাস, প্রচণ্ড বিরক্ত স্বামী রাজ চক্রবর্তীও

অনেক তারকাই ফুচকা খেতে ভালোবাসেন
গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকতে হলে অভিনেত্রীদের অনেক খাওয়া-দাওয়া মেপে করতে হয়। আর স্ট্রিট বা জাঙ্ক ফুড তো তাঁরা একেবারেই খেতে পারেন না। তবে ফুচকার প্রতি অনেক অভিনেত্রীদের টান রয়েছে। গ্ল্যামার ওয়ার্ল্ডে আসার পরও ফুচকার প্রতি প্রেম তাঁরা ভুলতে পারেননি। কোয়েল মল্লিক থেকে শুরু করে শ্রাবন্তী সকলেই ফুচকা খেতে ভালোবাসেন। দেব বান্ধবী রূক্মিণী তো একবার শ্যুটিং সেরে ফেরার পথেই ফুচকার দোকান দেখে ফুচকা খেতে শুরু করে দিয়েছিলেন। তাঁদের সকলের থেকে ব্যতিক্রম নন শুভশ্রী। তিনিও ফুচকা খেতে আর সকলের মতো ততটাই ভালোবাসেন। 

Advertisement

প্রযোজনার কাজে হাত পাকাচ্ছেন অভিনেত্রী
ইন্দুবালা দিয়ে ওটিটিতে প্রবেশ করেছেন শুভশ্রী। নিজেকে ৭৫ বছরের বৃদ্ধার চরিত্রের ধাঁচে ঢেলে নিয়েছেন। অভিনেত্রী বেশ কিছু বছরে নিজেকে অন্য ধারার অভিনেত্রী হিসাবে প্রমাণিত করে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি শুভশ্রী প্রযোজনার কাজেও হাত পাকাচ্ছেন এখন। তাঁর স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তীর আবার প্রলয় সিরিজে প্রযোজকের দায়িত্বে দেখা যাবে শুভশ্রীকে।   
 

POST A COMMENT
Advertisement