Swastika Mukherjee: এখনও অডিশন দিতে যান স্বস্তিকা, কত বছর বয়সে কাজ শুরু করেন অভিনেত্রী?

Swastika Mukherjee: টলিউডে ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে দর্শক মহলে। বহু আগেই নিজেকে যোগ্য অভিনেত্রী হিসাবে প্রমাণ করেছেন স্বস্তিকা। টলিউডের গণ্ডি পেরিয়ে স্বস্তিকা বলিউডের কাজ করেছেন।

Advertisement
এখনও অডিশন দিতে যান স্বস্তিকা, কত বছর বয়সে কাজ শুরু করেন অভিনেত্রী?এখনও অডিশন দিতে যান স্বস্তিকা
হাইলাইটস
  • টলিউডে ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

টলিউডে ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে দর্শক মহলে। বহু আগেই নিজেকে যোগ্য অভিনেত্রী হিসাবে প্রমাণ করেছেন স্বস্তিকা। টলিউডের গণ্ডি পেরিয়ে স্বস্তিকা বলিউডের কাজ করেছেন। নয় নয় করে ২৪ বছর কাটিয়ে দিলেন অভিনয় জগতে। কিন্তু তা বলে আজও অডিশন দিতে গিয়ে তিনি কোনওদিন পিছু পা হননি। আর সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে।

স্বস্তিকার পোস্ট দেখে বোঝা গিয়েছে যে তিনি এই মুহূর্তে কলকাতায় নেই। মুম্বইতে রয়েছেন। নীল রঙের শাড়ি পরে বেশ কিছু ছবি পোস্ট করার পাশাপাশি স্বস্তিকা এও জানিয়েছেন যে তাঁর ২৪ বছরের অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও তাঁকে আজও অডিশন দিতে যেতে হয়। মুম্বইতে নিজের ফ্ল্যাটে তোলা স্বস্তিকা তাঁর কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে নীল রঙের শাড়ি ও ধূসর রঙের ফুলস্লিভ ব্লাউজে দেখা গিয়েছে। মেকআপ বলতে চোখে কাজল, ব্লাশ, ন্যুড রঙের লিপস্টিক, নাকছাবি আর কপালে লাল টিপ। যাচ্ছেন অডিশন দিতে। নিজের ফেসবুকে সেই কথা নিজেই জানিয়েছেন তিনি। 

অভিনেত্রী লেখেন, '২৪ বছর কাজ করার পরে এখনও অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজের প্রসাধনী করা শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরানো শেখানোর জন্য।' অভিনেত্রী আরও লেখেন, 'এই শহর মাটিতে পা রাখতে শেখায়। প্রত্যেক অভিনেতাকে তাঁদের ফাঁপা অহঙ্কার (ইগো) ছেড়ে আসতে হয় ভাল কাজ ও চরিত্রে সুযোগ পাওয়ার জন্য। সেই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পরে উজ্জ্বল তারার মতো চমকায়।' এরপর নিজের বিষয়ে স্বস্তিকা বলেন, 'মাত্র ২০-২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। ৪৪ বছর বয়সেও অন্য শহরে চেষ্টা করে যাচ্ছি। এই শহরটাও আমার ঘরের মতো হয়ে গিয়েছে। আমার অভিধানের প্রিয় শব্দ-অধ্যবসায়।'

গত ১৩ ডিসেম্বর ৪৪ বছরে পা দিলেন অভিনেত্রী। বয়স বাড়লেও যে তা বিন্দুমাত্র পরোয়া করেন না তিনি তা বারংবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। আজও অনুরাগীদের নজর কাড়েন স্বস্তিকা। টলিউডে স্পষ্টবাদী হিসাবে পরিচিত তিনি। সাহসী পোশাক হোক কিংবা প্রেম নিয়ে খুল্লাম খুল্লা জবাব হোক, সবেতেই এগিয়ে অভিনেত্রী। সিঙ্গল মাদার হিসাবে মেয়ে অন্বেষাকে বড় করে তুলেছেন তিনি। নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন স্বস্তিকা। 

Advertisement

   

POST A COMMENT
Advertisement