Ushasie Chakraborty: ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উধাও ঊষসীর, হলটা কী 'জুন আন্টি'র?

Ushasie Chakraborty: টেলি দুনিয়ায় খুবই পরিচিত নাম ঊষসী চক্রবর্তী। যিনি পরিচিত জুন আন্টি নামেই। অভিনয়ের পাশাপাশি ঊষসী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম এই দুই জায়গাতেই সক্রিয় থাকেন অভিনেত্রী।

Advertisement
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উধাও ঊষসীর, হলটা কী 'জুন আন্টি'র?ঊষসী চক্রবর্তী ছবি সৌজন্যে: ফেসবুক
হাইলাইটস
  • টেলি দুনিয়ায় খুবই পরিচিত নাম ঊষসী চক্রবর্তী।

টেলি দুনিয়ায় খুবই পরিচিত নাম ঊষসী চক্রবর্তী। যিনি পরিচিত জুন আন্টি নামেই। অভিনয়ের পাশাপাশি ঊষসী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম এই দুই জায়গাতেই সক্রিয় থাকেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই ঊষসীকে পাওয়া যাচ্ছে না ইনস্টাগ্রামে। তাঁর গোটা অ্যাকাউন্টটাই গায়েব ইনস্টাগ্রাম থেকে। তাহলে কি অভিনেত্রী নিজেই তাঁর অ্যাকাউন্ট সরিয়ে দিলেন? 

আসলে ঊষসীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে দাবি করেছেন অভিনেত্রী নিজেই। আর তা নিয়ে বেশ চিন্তাতেও আছেন তিনি। ৩-৪দিন আগে এই হ্যাক হওয়ার কথা ঊষসী জানিয়েছেন তাঁর ফেসবুক পেজে। কয়েক দিন আগেই অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ শুরু হয়। অভিনেত্রীর দাবি, কিছুদিন আগে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। ঊষসী তাঁর অনুরাগীদের সতর্ক করতে ফেসবুকে পোস্ট করেন। সেখানে লেখেন, 'আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ২৫ ডিসেম্বর সন্ধে সাড়ে সাতটা নাগাদ। কোনও কিছু যদি এই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় তাহলে সেটা ভুয়ো এবং আমি এর জন্য কোনওভাবেই দায়ি নই।' 

যদিও ঊষসীকে ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, হঠাৎ তিনি দেখেন যে তাঁর অ্যাকাউন্ট থেকে তিনি লগ আউট হয়ে গেছেন আর তাঁর প্রোফাইলটি আর পাওয়া যাচ্ছে না। কিন্তু হঠাৎ করে কী হল? প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের পর থেকেই ঊষসী এই আন্জোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে ছিলেন। শাসক দলের বিরুদ্ধে বার বার সোচ্চার হয়েছিলেন তিনি। আর তার জন্যই কি তাঁর সোশ্যাল অ্যাকাউন্টের দিকে নজর? 

ঊষসী এই বিষয়ে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে হতেই পারে। কারণ সেই সময় ঊষসী ট্রোল ও কটাক্ষের শিকার হয়েছিলেন। উষসী জানালেন, মেটার তরফে সম্প্রতি তাঁর কাছে একটি ইমেল আসে। তার পর থেকেই অ্যাকাউন্টে সমস্যা দেখা দেয়। ইনস্টাগ্রাম তাঁর ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার ফলে তিনি অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে পারছেন না।

Advertisement

তিনি এই বিষয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি, মেটার সঙ্গেও তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে অভিনেত্রীর দুশ্চিন্তা হচ্ছে এই ভেবে যে তাঁর ইনস্টগ্রামে অনেক ছবি-ভিডিও রয়েছে, সেগুলি কোনও খারাপ কাজে ব্যবহার হতে পারে কিনা। পুলিশের তরফে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।   

POST A COMMENT
Advertisement