Srijit Mukherji: জন্মদিনেও সৃজিতের পাশে ছিলেন না স্ত্রী, মিথিলার সঙ্গে কি দুরত্ব বাড়ল পরিচালকের?

Srijit Mukherji: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততম পরিচালকদের মধ্যে অন্যতম সৃজিত মুখোপাধ্যায়। বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন চর্চিত। গত বছর থেকেই শোনা যাচ্ছিল যে পরিচালকের সংসার নাকি ভাঙতে চলেছে। কিন্তু সেই সময় সৃজিত ও তাঁর স্ত্রী তথা বাংলাদেশী নায়িকা রাফিয়াত রাশিদ মিথিলা সেই গুজবকে নস্যাৎ করে দেন।

Advertisement
জন্মদিনেও সৃজিতের পাশে ছিলেন না স্ত্রী, মিথিলার সঙ্গে কি দুরত্ব বাড়ল পরিচালকের? সৃজিত-মিথিলার মধ্যে কি দুরত্ব বাড়ছে?
হাইলাইটস
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততম পরিচালকদের মধ্যে অন্যতম সৃজিত মুখোপাধ্যায়।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততম পরিচালকদের মধ্যে অন্যতম সৃজিত মুখোপাধ্যায়। বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন চর্চিত। গত বছর থেকেই শোনা যাচ্ছিল যে পরিচালকের সংসার নাকি ভাঙতে চলেছে। কিন্তু সেই সময় সৃজিত ও তাঁর স্ত্রী তথা বাংলাদেশী নায়িকা রাফিয়াত রাশিদ মিথিলা সেই গুজবকে নস্যাৎ করে দেন। কিন্তু বেশ কিছু মাস হল বাংলাদেশে মেয়ে আইরাকে নিয়ে থাকছেন মিথিলা। টলিপাড়ার গুঞ্জন, এবার নাকি সত্যিই ভাঙতে চলেছে পরিচালকের সংসার। 

গত বছর থেকেই টলিপাড়ার অন্দরের ফিসফিসানি চলছিল যে সৃজিত ও মিথিলার সংসারে নাকি ভাঙন ধরেছে। কিন্তু প্রত্যেকবারই সেই গুজবকে উড়িয়ে দিয়েছেন পরিচালক ও তাঁর স্ত্রী। বৈবাহিক জীবনে দূরত্ব তৈরি হয়েছে সৃজিত-মিথিলার এমন গুঞ্জনের মাঝেই ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনে মিথিলার উপস্থিত না থাকা বেশ নজর কেড়েছিল নেটিজেনদের। বেশ অনেকদিন ধরেই সৃজিতের সঙ্গে মিথিলাকে দেখা যাচ্ছিল না। মিথিলা এখন বাংলাদেশেই রয়েছেন। 

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলকাতায় মেয়ে আইরাকে নিয়ে সৃজিতের সঙ্গে সংসার পাতলেও, মিথিলা আবার মেয়েকে নিয়ে ওপার বাংলায় ফিরে গিয়েছেন। ভর্তি করিয়েছেন সেখানকার স্কুলে। বর্তমানে মিথিলার পরিবারের সঙ্গেই নাকি থাকছেন আইরা। আর এইসবের মাঝে আইরাকে ভীষণভাবে মিস করছেন সৃজিত। কারণ তাঁর সঙ্গে সৃজিতের সম্পর্ক একেবারে বাবা-মেয়ের মতোই। যদিও আইরা মিথিলার প্রথম পক্ষের সন্তান। 

বাংলাদেশী অভিনেত্রী মিথিলার সঙ্গে সৃজিতের বিয়ে হয় ২০১৯ সালে। দুজনেই আইনি বিয়ে সারেন। এরপর রাজকীয় রিসেপশন পার্টি দেন সৃজিত ও মিথিলা। যেখানে টলিউড তারকাদের চাঁদের হাট বসেছিল। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এর আগে নাম জড়িয়েছে টলিউডের অনেক নায়িকারই। তবে মিথিলার সঙ্গে তাঁর প্রেম কাহিনি শুরু হলে কবে? জানা গিয়েছে, ২০১৮ সালের শেষের দিকে মিথিলার সঙ্গে সৃজিতের আলাপ। বন্ধুত্ব থেকে প্রেম এবং তা পরে বিয়েতে পরিণত হয়। সেই সময় মিথিলার মেয়ে আইরার বয়স সবে ৬ বছর। কিন্তু আয়রাকে ভীষণ ভালোবাসেন সৃজিত। মাঝে মাঝেই মেয়ের সঙ্গে পরিচালক তাঁর ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়া পেজে। 

Advertisement

সৃজিতের এটা প্রথম বিয়ে হলেও ২০০৫ সালে সঙ্গীতশিল্পী তাহসিন রহমান খানের সঙ্গে বিয়ে করেছিলেন মিথিলা, ২০১৭ সালে সেই দাম্পত্য সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। এরপরই সৃজিতের সঙ্গে বিয়ের বন্ধনে আসেন। তবে তাঁদের সম্পর্কে আদৌও ফাটল ধরেছে নাকি পেশাগত খাতিরে বাংলাদেশে রয়েছেন মিথিলা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।  

POST A COMMENT
Advertisement