
দিতিপ্রিয়া রায় ছাড়ছেন সিরিয়ালজিতু-দিতিপ্রিয়া ওরফে আর্য-অপর্ণার জুটি ভাঙছে। 'চিরদিনই তুমি যে আমার সিরিয়াল' আর করবে না বলে আনুষ্ঠানিকভাবে আর্টিস্ট ফোরামকে মেইল করে জানিয়ে দিলেন দিতিপ্রিয়া রায়। আর এই নিয়েই টেলিপাড়ায় জোর চর্চা চলছে। এর আগে জিতু এই সিরিয়াল করবেন না বলে শোনা গেলেও, পরে অভিনেতা তাঁর সিদ্ধান্ত বদল করেন। বেশ কিছুদিন ধরেই জিতু ও দিতিপ্রিয়ার এই অশান্তি বর্তমান। এমনকী সেটে তাঁদের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে আর্টিস্ট ফোরামকে হস্তক্ষেপ করতেই হত। আর তারপরই পর্দার অপর্ণা জানিয়ে দেন যে তাঁর পক্ষে এই সিরিয়াল করা আর সম্ভব নয়।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি প্রেস রিলিজে জানানো হয় যে ২২ নভেম্বর জি বাংলা কর্তৃপক্ষ, প্রযোজনা সংস্থার প্রতিনিধি, জিতু কমল ও দিতিপ্রিয়াকে নিয়ে ফোরামের কার্যকরী সমিতির সদস্যরা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনাতেই দিতিপ্রিয়া জানিয়ে দিয়েছিলেন যে এই সিরিয়াল তিনি ভবিষ্যতে করতে চান না। এই নিয়ে আলোচনায় জিতু-দিতিপ্রিয়ার সঙ্গে অন্যান্যদের দীর্ঘক্ষণ কথাবার্তাও হয়। দিতিপ্রিয়ার সঙ্গে প্রযোজনা সংস্থার যেহেতু কোনও লিখিত চুক্তি নেই, তাই ইন্ডাস্ট্রির প্রচলিত ও ফোরামের নিয়ম অনুযায়ী তিনি ২ মাসের নোটিস দিতে বাধ্য এই সিরিয়াল ছাড়ার আগে। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, দিতিপ্রিয়া শারীরিক অসুস্থতা ও মানসিকভাবে বিধ্বস্ত থাকার কারণে নিয়ম শিথিল করার আবেদন করেন। কাজ ছাড়ার আগে তাঁকে ২ মাসের বদলে ১৫ দিনের নোটিস দিতে হবে।

দিতিপ্রিয়া সেই শর্তে রাজি হয়ে ২৩ নভেম্বর সন্ধ্যে ৭টার মধ্যে সংশ্লিষ্ট সকলকে ইমেল পাঠাবেন বলে জানিয়েছিলেন নায়িকা। কিন্তু তিনি আচমকা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেই মেল রবিবার আসেনি আর্টিস্ট ফোরামের কাছে। ২৪ নভেম্বর, সোমবার দুপুর ১২টা নাগাদ দিতিপ্রিয়া লিখিতভাবে জানিয়েছেন যে শারীরিক ও মানসিক অপারগতা হেতু তিনি আর এই সিরিয়ালটি করতে পারছেন ন। দিতিপ্রিয়া আরও লেখেন, এক্ষেত্রে কোনওরকম জোরাজুরি অনৈতিক বলে মনে করে ফোরাম। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্টিস্ট ফোরাম এই বিষয়টি চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থাকে বিবেচনা করার জন্য পাঠানো হয়েছে। তাঁরা এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবে তাতে ফোরাম কোনও হস্তক্ষেপ করবে না। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি কোনওভাবে বন্ধ না হয়ে যায়, সেই বিষয়ের ওপর নজর দিতে অনুরোধ করেছে আর্টিস্ট ফোরাম।
জানা গিয়েছে, জিতু ও দিতিপ্রিয়ার এই মনোমালিন্যের কথা সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই, জিতুর অনুরাগীরা ক্রমাগত দিতিপ্রিয়াকে কটাক্ষ, বয়কট করার দাবি তুলেছিলেন। এই ঘটনায় মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। আর তাই দিতিপ্রিয়া আর চিরদিনই তুমি যে আমার সিরিয়াল করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এর আগেও এই সিরিয়ালে জিতপ-দিতিপ্রিয়ার অশান্তি সামনে আসে। তবে সেই সময় তা প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে মিটে যায়। তবে এবার জল অনেকটাই গড়ালো। এই নিয়ে দিতিপ্রিয়াকে bangla.aajtak.in-এর পক্ষ থেকে ফোন করা হলে, তাঁর সঙ্গে যোগাযোগ করা যায় না। দিতিপ্রিয়া ছেড়ে দেওয়ার পর নতুন অপর্ণা কে হবেন, তার খোঁজ শুরু হয়ে গিয়েছে।