হিট নাকি ফ্লপ প্রজাপতি ২২০২৫ সালটাও যে তাঁরই বছর, সেটা আবারও প্রমাণ করলেন দেব। বছরের শুরু থেকেই তিনি একের পর এক বাজি মেরে চলেছেন। কখনও 'ধূমকেতু' আবার কখনও বা 'রঘু ডাকাত', দেবের সামনে কোনও বাংলা ছবি টিকে থাকতে পারছে না। বছর শেষে চমক ছিল 'প্রজাপতি ২'। আর এবারেও হতাশ হতে হল না, বক্স অফিস একাই কাঁপিয়ে দিল দেবের এই ছবি। BengaliBoxOffice-এর রিপোর্ট অনুযায়ী গত ৮ দিনে এই ছবির আয় ৪.৫৩ থেকে ৪.৬৩ কোটি টাকা।
বাবা-ছেলের সম্পর্কের সমীকরণ, সঙ্গে সিঙ্গল ফাদারের গল্প, স্বাভাবিকভাবেই দর্শকদের ভারী পছন্দ হয়েছিল প্রজাপতি ২। তার ওপর দেব-মিঠুন জুটি ছিল বাড়তি ইউএসপি। ২৫ ডিসেম্বর বড়দিনের দিন এই ছবি মুক্তি পেতেই দর্শকেরা হলমুখী হতে বেশি দেরি নেননি। এমনিতেই দেবের ছবি মানেই সেখানে হাউসফুল যে হবে তা জানা কথাই ছিল। এই ছবি মুক্তির প্রথমদিনেই আয় করে ৮২ লক্ষ টাকা। এর পর থেকে আয় কমতে থাকে এই ছবির।
সপ্তম দিনে প্রজাপতি ২-এর আয় ছিল ৪১ লক্ষের কাছাকাছি। আর অষ্টম দিনে প্রজাপতি ২ আয় করেছে এই ছবির আয় ৪৫ থেকে ৫৫ লক্ষ টাকা। সুতরাং প্রজাপতি ২ এখনও পর্যন্ত বক্স অফিসে আয় করতে পেরেছে ৪.৫৩ থেকে ৪.৬৩ কোটি টাকা। এমনিতেই বক্স অফিসে ফিগার বাড়িয়ে বলার অভিযোগ রয়েছে দেবের বিরুদ্ধে। তার ওপর স্ক্রিনিং কমিটিকেও মানতে চাইছেন না টলিপাড়ার সুপারস্টার। কিন্তু এত কিছু নিয়ে তাঁর ভাবার সময় কোথায়। দেবের প্রজাপতি ডানা মেলে উড়তে শুরু করে দিয়েছে বক্স অফিসে।
প্রজাপতি ২-এর সঙ্গে মুক্তি পেয়েছিল সৃজিত-শুভশ্রীর লহ গৌরাঙ্গের নাম রে এবং কোয়েল মল্লিকের মিতিন মাসি। বাকি দুই ছবিকে পিছনে ফেলে প্রজাপতি ২ ছক্কা হাঁকিয়ে চলেছে। ২০২৫-এর শুরু থেকেই ময়দানে নেমে একের পর এক গোল মেরে যাচ্ছেন দেব, তা একেবারেই পরিষ্কার। তাঁকে টেক্কা দেওয়া যে কঠিন, তা প্রমাণ করেছেন দেব বারংবার। প্রসঙ্গত, দেব বনাম ইন্ডাস্ট্রি - এখন টলিপাড়ার গল্প যেন এরকমই। সেই যে কবে থেকে বাংলা সিনেমার মধ্যে লড়াই শুরু হয়েছে, এখনও থামছে না। কিছুদিন আগেই তিনি জানিয়েছেন যে পুজোয় তাঁকে ছবি নিয়ে আসতে বারণ করা হয়েছে। যার সাপেক্ষেই অভিনেতা কমিটির কাছে দাবি করেছেন যেন দুটি কারণ তাঁকে বলে দেওয়া হয়। সেই অনুযায়ী তিনি প্রেস কনফারেন্স করবেন। কিন্তু যেদিন থেকে প্রজাপতি ২ রিলিজ করেছে, সেদিন থেকেই এই ছবি দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। এবং হলে হলে হাউসফুল এই ছবি।