২০২৬ সালে কোন কোন বাংলা ছবি মুক্তি?২০২৫ সাল শেষ হতে কয়েকটা দিনই বাকি। হিন্দি এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই বছরটা খুব একটা খারাপ যায়নি। ধূমকেতু, স্বার্থপর, রঘু ডাকাত, সত্যি বলে সত্যি কিছু নেই, রক্তবীজ ২, রান্নাবাটি, দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর মতো ভাল ভাল ছবি দর্শকেরা দেখার সুযোগ পেয়েছেন এই বছরে। হিন্দি ছবির পাশাপাশি বাংলা ছবির বক্স অফিসও এই বছর ভাল উপার্জন করেছে। হতাশ হতে হবে না আগামী বছরেও। ২০২৬-এও হিন্দি ছবির সঙ্গে টক্কর দিতে ভাল ভাল বাংলা সিনেমা মুক্তি পাবে। আসুন দেখে নিন ছাব্বিশে কোন কোন বাংলা ছবি মুক্তির তালিকায় রয়েছে।
এমনিতেই ইমপা (ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) এই বছর তাদের একাধিক আলোচনার মাধ্যমে ঠিক করে দিয়েছে যে কোন ছবি কোন সময়ে মুক্তি পাবে। যাতে সব বাংলা ছবি সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে। কারণ অতীতে দেখা গিয়েছে পুজোর সময় বা বড়দিনে কিংবা অন্য কোনও উৎসবের আগে পরে একসঙ্গে একাধিক বাংলা ছবি মুক্তি পাওয়ার ফলে সব ছবি দর্শকেরা দেখে উঠতে পারছেন না, যার প্রভাব দেখা যায় বক্স অফিসে।
জানা গিয়েছে, আগামী বছর পুজো এবং বড়দিনে তিনটির বদলে চারটি ছবি মুক্তি পাবে। বাকি সময়ে তিনটি করেই ছবিমুক্তির সম্ভাবনা রয়েছে। দেব সম্ভবত ২০২৬-এ তিনটি ছবি প্রযোজনার কথা ভাবছেন। স্বাধীনতা দিবস, পুজো এবং বড়দিনে তাঁকে দেখা যেতে পারে। এখন দেখে নেওয়া যাক কোন কোন বাংলা ছবি ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে।
জানুয়ারি মাসে রিলিজ করছে অঙ্কুশ হাজরার রম-কম ঘরানার সিনেমা ‘নারীচরিত্র বেজায় জটিল’। এখানে অঙ্কুশের সঙ্গে দেখা যাবে ঐন্দ্রিলাকে। এই ছবির ট্রেলার ইতিমধ্যেই সামনে এসেছে। কমেডি ছবি সবসময়ই দর্শকেরা পছন্দ করে। এটাও তার ব্যতিক্রম হবে না। নতুন বছরের গোড়াতেই চমক দেবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশন। আছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এটাই এই প্রযোজনা সংস্থার প্রথম থ্রিলার কমেডি।নতুন বছরে অরিন্দম শীল নিয়ে আসবেন 'কর্পূর', ব্রাত্য বসুর পরিচালনায় বড় পর্দায় আসবে 'শিকড়'। রাহুল মুখোপাধ্যায়ের নতুন ছবি 'মন মানে না' ফেব্রুয়ারি মাসে প্রেমদিবসের আবহে মুক্তি পাওয়ার কথা। যে ছবিতে ত্রিকোণ প্রেমের কাহিনিতে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়, হিয়া চট্টোপাধ্যায়কে।
শোনা যাচ্ছে, নতুন বছরের জানুয়ারি মাসের শেষের দিকে ইচ্ছের সিক্যুয়েলের শ্যুটিং শুরু করবেন নন্দিতা-শিবপ্রসাদ। পুজোর স্লটে ‘বহুরুপী ২’ তো থাকছেই। এ বছর পুজোয় চমক দেবেন সুপারস্টার জিৎ। মুক্তি পাবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের ‘বস’কে। এছাড়াও, সুমন ঘোষের পরিচালনায় ২০২৬ সালের অন্যতম বড় চমক হতে চলেছে ফ্যামিলিওয়ালা। এই সিনেমায় থাকছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আগামী বছর খাদান-এর আগামী নিয়ে আসবেন বলে কথা দিয়েছেন দেব। অপরদিকে, রুক্মিণী মৈত্রকে দেখা যাবে ‘দ্রৌপদী’র ভূমিকায়। সৃজিত মুখোপাধ্যায়ও উপহার দেবেন ‘উইঙ্কল-টুইঙ্কল’ ও ‘শরৎচন্দ্র ভার্সেস এম্পায়ার’। শীতের মরশুমে ‘বিজয়নগরের হীরে’র অভিযানে যাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।