Uday Pratap Singh: 'কেন বিয়েটা করতে গেলাম', পথে ভিক্ষা করছেন অভিনেতা উদয়, VIRAL VIDEO

Udaypratap Singh: শহরের ফাঁকা রাস্তা, মুখে কালিঝুলি, হাতে ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি। ঘুরতে ঘুরতে ফুটপাতে শুয়ে পড়লেন তিনি, তাঁকে দেখে কেউ কেউ ভিখারি ভেবে পয়সাও দিচ্ছেন। তবে এই মুখটাকে অনেকেরই চেনা চেনা লাগছিল। কিন্তু কেউ বুঝে উঠতে পারছিল না আসলে ইনি কে।

Advertisement
'কেন বিয়েটা করতে গেলাম', পথে ভিক্ষা করছেন অভিনেতা উদয়, VIRAL VIDEOউদয় প্রতাপ সিংয়ের ভিডিও ভাইরাল
হাইলাইটস
  • টেলিভিশনে বেশ জনপ্রিয় উদয়প্রতাপ সিং। কিছুদিন আগেই অভিনেতা বিয়ে করেছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে।

শহরের ফাঁকা রাস্তা, মুখে কালিঝুলি, হাতে ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি। ঘুরতে ঘুরতে ফুটপাতে শুয়ে পড়লেন তিনি, তাঁকে দেখে কেউ কেউ ভিখারি ভেবে পয়সাও দিচ্ছেন। তবে এই মুখটাকে অনেকেরই চেনা চেনা লাগছিল। কিন্তু কেউ বুঝে উঠতে পারছিল না আসলে ইনি কে। তবে এই ভিডিওর ক্যাপশন দেখলে সবকিছুই জলের মতো সহজ হয়ে যাবে। ভিডিওতে এই ভিখারির সাজে থাকা ব্যক্তিটি হলেন অভিনেতা উদয়প্রতাপ সিং। 

টেলিভিশনে বেশ জনপ্রিয় উদয়প্রতাপ সিং। কিছুদিন আগেই অভিনেতা বিয়ে করেছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে। কয়েক জন ঘনিষ্ট বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন অনামিকা এবং উদয়। আর বিয়ের পরপরই এই ভিডিও দেখে অনেকেই অবাক। আসলে সবটাই নিছকই মজা। উদয়প্রতাপের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উদয়প্রতাপ লিখেছেন, বিয়ের দু’মাস বাদেই পথে বসলেন অভিনেতা উদয়।” এই ভিডিও করার জন্য তাঁর বন্ধুকেও ধন্যবাদ জানিয়েছেন উদয়। 

উদয়ের এই মজার ভিডিও দেখে কমেন্ট করতে ভোলেননি স্ত্রী অনামিকাও। অভিনেতার স্ত্রী সেই ভিডিওতে মন্তব্য করে বলেছেন আর বাড়ি ফিরতে হবে না। তবে হঠাৎ করে কেন এই ভিডিও সেই বিষয়ে কিছুই জানাননি। চলতি বছরেই অনামিকা-উদয় বিয়ে করেন আইনি মতে। প্যাস্টেল রঙের থিমের ওপর সেজে উঠেছিল তাঁদের বিয়ের ভ্যেনু। তবে এখনই আনুষ্ঠানিক বিয়ে করছেন না এই দুই তারকা। 

এই মুহূর্তে স্বামী-স্ত্রী দু’জনেই সিরিয়ালে কাজ করছেন। ‘মিঠাই’ শেষ হওয়ার পর নতুন কাজ শুরু করেছেন উদয়। নিম ফুলের মধু সিরিয়ালে তাঁকে দেখা যাচ্ছে। অন্যদিকে, অনামিকাকে নেতিবাচক চরিত্রে দেখছেন অনুরাগীরা। আইনি বিয়ের পর নায়ক-নায়িকা কবে ধুমধাম করে সামাজিক বিয়ে সারবেন, সেই অপেক্ষায় দর্শক।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement