টেলি অভিনেত্রী পল্লবী শর্মার জনপ্রিয়তা এখন তুঙ্গে। নিম ফুলের মধু সিরিয়ালে দত্ত বাড়ির বড় বউ পর্ণাকে কেউ চেনেন না এমন লোক খুবই কম আছেন। একের পর এক বাধা টপকে পল্লবী ছোট পর্দার দর্শকদের প্রিয়। মা-বাবাকে হারিয়েছেন সেই ছোটবেলাতে। তবে নিজের ব্যক্তিগত মুহূর্ত বা অনুভূতি কোনওদিনই অভিনেত্রীকে প্রকাশ্যে নিয়ে আসতে দেখা যায়নি। কিন্তু হঠাৎ করেই তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। যেখানে তিনি নিজের মা-বাবার অভাব বোধ করছেন। আর সেই পোস্টে অভিনেত্রীকে সবাই সান্তনাও দিচ্ছেন।
এই পোস্ট দেখে মনে হতেই পারে পল্লবী হয়তো কোনও সমস্যায় রয়েছেন তাই মা-বাবার কথা বেশি করে মনে পড়ছে তাঁর। পল্লবী সেই পোস্টে লিখেছেন, যার চলে যায়, সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। Miss You Baba Miss You Maa। এই পোস্ট দেখলে মনে হবে হয়তো অভিনেত্রীর কোনও কারণে মন ভেঙেছে তাই এই পোস্ট। নায়িকার পোস্ট দেখে স্বাভাবিক ভাবেই মন্তব্য বাক্সে হাজার সান্ত্বনা। অনুরাগীরা তাঁকে সাহস জুগিয়েছেন। পাশে থাকার বার্তাও দিয়েছেন। কয়েক হাজার নেটাগরিক প্রতিক্রিয়া জানিয়েছেন এই পোস্টে।
তবে এই পোস্ট নিয়ে সম্পূর্ণ উল্টো কথা শোনালেন পল্লবী। এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন ফেসবুকে তাঁর কোনও অ্যাকাউন্ট বা পেজ নেই। শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। তাতেও খুব বেশি পোস্ট নেই। ফেসবুকে সবই ভুয়ো অ্যাকাউন্ট। আর সেখান থেকে রোজই কিছু না কিছু ভুল পোস্ট হচ্ছে। নেটিজেনরা সেটাই বিশ্বাস করে নেন। পল্লবী এও জানিয়েছেন যে লালবাজারের সাইবার ক্রাইমেও তিনি জানিয়েছেন। কিন্তু লালবাজার থেকে বলা হয়েছে এইসব ভুয়ো ভুয়ো অ্যাকাউন্টধারী সকলের সঙ্গে ‘বন্ধুত্ব’ পাতিয়েছে। প্রচুর অনুসরণকারী তার। তাই রাতারাতি কিছু সম্ভব নয়। প্রতিদিন স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু পল্লবী ধারাবাহিকের শ্যুটিং সামলে এইসব কিছু করতে পারছেন না। তাই ভুয়ো অ্যাকাউন্টে রোজদিনই নানান ধরনের পোস্ট হচ্ছে।
পল্লবীর কথায়, ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছেন তিনি। সেই যন্ত্রণায় তিনি রোজই ভোগেন তাই একদিন হঠাৎ করে কেন বিষণ্ণ হবেন। ল্লবী শর্মা, ইন্ডাস্ট্রিতে পা রাখেন নবম শ্রেণিতে পড়ার সময়। গ্র্যাজুয়েশনের পর ইচ্ছে ছিল আইন নিয়ে পড়ার। কিন্তু অভিনয় জগতকে ভালবেসে ফেলেন। অনেক ছোট বয়সেই মা-বাবাকে হারিয়েছেন তিনি। পিসির কাছেই মানুষ হয়েছেন পল্লবী।