কিছুদিন চলার পরই এখন সিরিয়াল বন্ধের হিরিক দেখা যাচ্ছে। আর অভিনেত্রী সুস্মিতা দে-এর কপালটা এক্ষেত্রে খুবই খারাপ। তাঁর প্রথম সিরিয়াল 'অপুর সংসার' দারুণ হিট হওয়ার পরই সুস্মিতা চ্যানেল বদল করেন। আর তারপর থেকেই দুর্ভাগ্য শুরু হয়ে যায়। অভিনেত্রীর দ্বিতীয় সিরিয়াল 'বৌমা একঘর' বন্ধ হয়ে যায় তিনমাসের মাথায়। আর এখন তাঁর বর্তমান সিরিয়াল 'পঞ্চমী'-ও বন্ধ হয়ে যাবে বলে জানা গিয়েছে। এক সপ্তাহের মধ্যেই এই সিরিয়াল বন্ধ হতে চলেছে বলে জানা যাচ্ছে।
আট মাসের মাথাতেই পঞ্চমী সিরিয়াল বন্ধের মুখে। ইতিমধ্যেই সুস্মিতা শেষদিনের শ্যুটিং সম্প্রচারের বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 'পঞ্চমী' লুকে নতুন ছবি পোস্ট করে নায়িকা ইনস্টাগ্রামে লেখেন, 'কত কত স্মৃতি তৈরি হয়েছে এই কয়েক মাসে। প্রচুর নতুন সম্পর্ক তৈরি হয়েছে। 'পঞ্চমী' আমার ঝুলি ভরিয়ে দিয়েছে।' শ্যুটিং ফ্লোরের স্মৃতিচারণ করে অভিনেত্রী লিখেছেন, 'যেমন আনন্দের দিন কাটিয়েছি, তেমনই আবার কিছু মনখারাপের স্মৃতিও রয়েছে। পঞ্চমী হিসাবে আমার যাত্রা শেষ হল। সব শুরুরই শেষ থাকে। আবার নতুন ভাবে দেখা হবে।'
এই সিরিয়ালের মাধ্যমেই সুস্মিতার সঙ্গে আলাপ হয় অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তীর সঙ্গে। পর্দায় এই দুজনের লড়াই দর্শক দেখে থাকলেও সিরিয়াল করতে করতে তাঁদের দুজনের বন্ধুত্ব অত্যন্ত গভীর হয়ে ওঠে। সেই প্রমাণ বার বার মিলেছে ইনস্টাগ্রামে। শিঞ্জিনীকে যে তিনি খুব মিস করবেন সে কথা বার বার লিখেছেন ইনস্টাগ্রামে। এক সংবাদমাধ্যমকে সুস্মিতা জানিয়েছেন যে সিরিয়াল শেষ হওয়ার পর তাঁর মন খারাপ হচ্ছে না কারণ নতুন কিছু অবশ্যই অপেক্ষা করছে।
'পঞ্চমী' সিরিয়ালের শেষ পর্ব সম্প্রচার হবে আগামী ২৭ অগাস্ট। ২৮ অগাস্ট থেকে ওই স্লটে শুরু হবে নতুন সিরিয়াল। যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত নতুন সিরিয়ালের নাম ‘লাভ বিয়ে আজকাল’। এই সিরিয়ালের মাধ্যমে বহু বছর পরে ছোট পর্দায় ফিরছেন অভিনেতা ওম সাহানি। সঙ্গে নবাগতা মৌমিতা সরকার। ওম এবং মৌমিতার নতুন জুটিকে দর্শকের কতটা মনে ধরে সেটাই দেখার অপেক্ষা।