Neem Phuler Madhu: নতুন প্রোমোতে দেখা নেই 'বাবুর মায়ে'র, পর্ণার শাশুড়ির গুরুত্ব কমছে 'নিম ফুলের মধু'তে?

Neem Phooler Madhu: বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু। এই সিরিয়ালের প্রধান ভূমিকায় থাকা পর্ণা ও কৃষ্ণার শাশুড়ি-বউমার জুটি সিরিয়ালের জনপ্রিয়তার অন্যতম ইউএসপি ছিল। কিন্তু এই সপ্তাহের টিআরপিতে বেঙ্গল টপার নিম ফুলের মধু চলে এসেছে তিন নম্বরে। এরপরই টনক নড়েছে কর্তৃপক্ষের।

Advertisement
নতুন প্রোমোতে দেখা নেই 'বাবুর মায়ে'র, পর্ণার শাশুড়ির গুরুত্ব কমছে 'নিম ফুলের মধু'তে? নিম ফুলের মধুতে গুরুত্ব কমছে কৃষ্ণা দত্তের
হাইলাইটস
  • বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু। এই সিরিয়ালের প্রধান ভূমিকায় থাকা পর্ণা ও কৃষ্ণার শাশুড়ি-বউমার জুটি সিরিয়ালের জনপ্রিয়তার অন্যতম ইউএসপি ছিল। কিন্তু এই সপ্তাহের টিআরপিতে বেঙ্গল টপার নিম ফুলের মধু চলে এসেছে তিন নম্বরে। এরপরই টনক নড়েছে কর্তৃপক্ষের। নিম ফুলের মধু সিরিয়ালের নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে সৃজনের সংসার বাঁচাতে অভিমন্যুকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পর্ণা। আর সেই নতুন প্রোমোতে দত্ত পরিবারের প্রায় সকলকে দেখা গেলেও দেখা মেলেনি বাবুর মায়ের। তাহলে কি নিম ফুলের মধু-তে কৃষ্ণার চরিত্র ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে?

চ্যানেলের তরফ থেকে আনা নতুন প্রোমোতে দেখা গেল সুইটিকে সৃজনের স্ত্রী ভেবে পর্ণা অভিমন্যুকে বিয়ে করতে চলেছে। ওদিকে সেই খবর সৃজনের কানে যেতেই বদ্ধপরিকর সে, পর্ণার বিয়ে তো তাঁর সঙ্গেই হবে।  এত সহজে ভালোবাসার মানুষকে কাছছাড়া করবে না সে। আর এই প্রোমোতে সৃজনের বাবা, জেঠু, জেঠিমা, ভাই, ভাইয়ের বউ সকলের দেখা মিললেও নেই পর্ণার ডাকসাইটে শাশুড়ি কৃষ্ণা ওরফে অরিজিতা। কয়েকদিন ধরেই টেলি পাড়ায় শোনা যাচ্ছিল যে কৃষ্ণার চরিত্রটিকে এবার ধীরে ধীরে গুরুত্ব কমিয়ে দেওয়া হবে। 

হালে অখিলেশ-ললিতার বিয়ে নিয়েও হইচই চলছে। কিন্তু কৃষ্ণা যেন একটু কোণঠাসা। অরিজিতা মুখোপাধ্যায় এই সিরিয়ালে কৃষ্ণার চরিত্রে অভিনয় করছেন একেবারে গোড়া থেকেই। বাবুর মা হিসাবেই তিনি দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও নিম ফুলের মধু সিরিয়ালে পর্ণা-সৃজনের চেয়ে কোনও অংশে কম গুরুত্ব ছিল না কৃষ্ণা দত্তের চরিত্রটি। নিম ফুলের মধু-র মেকআপ রুমটা তাঁর দ্বিতীয় বাড়ি। প্রায় সমবয়সী অভিনেতার মায়ের চরিত্র করতেও কুন্ঠাবোধ করেননি।

দর্শকদের গালিগালাজ-বাজে মন্তব্য সত্ত্বেও অরিজিতা তাঁর চরিত্রের সঙ্গে যথাযথ ন্যায় করেছেন। এক সংবাদমাধ্যমকে অরিজিতা জানিয়েছেন যে তিনি যখন প্রথম এই চরিত্রটি করতে রাজি হয়েছিলেন তখন জানতেন না যে কতটা জাস্টিস করতে পারবেন এই চরিত্রটার সঙ্গে। পরে সকলের কাছে তিনি বাবুর মা হিসাবেই পরিচিতি পেয়েছেন। অভিনেত্রীর কথায়, শিল্পীদের অনেক কিছু মানতে হয়, ছাড়তেও হয়। কৃষ্ণা চরিত্রের গুরুত্ব নয়, বলা ভালো সময় কমেছে।’

Advertisement

আগে একসঙ্গে অরিজিতা দুটো সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও নিম ফুলের মধু সিরিয়ালে কাজ করার সময় সেটা একেবারেই সম্ভব হয়নি। এমনকী এই সিরিয়ালের জন্য একাধিক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে অরিজিতা এও জানান যে তাঁকে এই সিরিয়াল অনেক কিছু দিয়েছে। তাই সব আফসোস পুষিয়ে গিয়েছে। এটা ইন্ডাস্ট্রির ধর্ম, যখন তোমার কাছে কাজ থাকে, তখন পরপর কাজ আসেও। আর যখন থাকে না, তখন পুরো ফাঁকা। 


 

POST A COMMENT
Advertisement