Television Gossip: ফেডারেশন-চ্যানেল কর্তৃপক্ষ তরজা, বন্ধ ৩টে নতুন সিরিয়ালের শ্যুটিং

Television Gossip: মেগা সিরিয়ালের ধরন বদলাচ্ছে। এবার থেকে আর বছরের পর বছর সিরিয়াল চলার রীতিতে বদল ঘটতে চলেছে। এবার থেকে সিরিয়ালগুলি হবে মাত্র ১০০ পর্বের। আর এই নতুন ট্রেন্ড নিয়েই শুরু হতে চলেছে ৩টে সিরিয়াল। এমনটাই শোনা গিয়েছিল। পুজোর আগে নাকি এই তিন সিরিয়ালের শ্যুটিংও শুরু হয়ে যায়।

Advertisement
ফেডারেশন-চ্যানেল কর্তৃপক্ষ তরজা, বন্ধ ৩টে নতুন সিরিয়ালের শ্যুটিং৩টে নতুন সিরিয়ালের শ্যুটিং বন্ধ
হাইলাইটস
  • এবার থেকে সিরিয়ালগুলি হবে মাত্র ১০০ পর্বের।
  • আর এই নতুন ট্রেন্ড নিয়েই শুরু হতে চলেছে ৩টে সিরিয়াল।

মেগা সিরিয়ালের ধরন বদলাচ্ছে। এবার থেকে আর বছরের পর বছর সিরিয়াল চলার রীতিতে বদল ঘটতে চলেছে। এবার থেকে সিরিয়ালগুলি হবে মাত্র ১০০ পর্বের। আর এই নতুন ট্রেন্ড নিয়েই শুরু হতে চলেছে ৩টে সিরিয়াল। এমনটাই শোনা গিয়েছিল। পুজোর আগে নাকি এই তিন সিরিয়ালের শ্যুটিংও শুরু হয়ে যায়। কিন্তু শোনা যাচ্ছে, দীপাবলির পর থেকে সিরিয়ালের শ্যুটিং স্থগিত। শোনা যাচ্ছে, ফেডারেশন ও চ্যানেল কর্তৃপক্ষের মনোমালিন্যের জেরেই নাকি এই সিরিয়ালের শ্যুটিং বন্ধ রয়েছে। 

টেলিপাড়া সূত্রের খবর, সিরিয়ালের পর্ব অর্থাৎ এপিসোড সংখ্যা কমে যাওয়ার কারণে তাকে সিরিয়াল বলতে নারাজ ফেডারেশন। সংগঠন থেকে দাবি উঠেছে, এটি সিরিজ ঘরানার অন্তর্ভুক্ত। তবে চ্যানেলের পাল্টা দাবি, যেহেতু ছোটপর্দায় দেখানো হবে তাই সেগুলো সিরিয়ালের ঘরানাতেই পড়ছে। মোদ্দা কথা, ১০০ পর্বের তিনটি কাজ সিরিয়াল নাকি সিরিজ এই নিয়েই চলছে তরজা। আর তা না মেটা পর্যন্ত শুরু হবে না শ্যুটিং। এই তিন সিরিয়ালের একটির প্রযোজক জয়দীপ মুখোপাধ্যায় মুখ খুলেছেন এই নিয়ে। 

এক সংবাদমাধ্যমের কাছে জয়দীপ এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, হ্যাঁ, শ্যুটিং দুদিন ধরে বন্ধ। ফেডারেশন ও চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে কোনও বিষয় নিয়ে মতভেদ হওয়ার জন্য কাজ বন্ধ আছে। তবে তাঁর আশা এই ঝামেলা তাড়াতাড়ি মিটে যাবে। যদিও জানা যাচ্ছে যে শনিবার এই নিয়ে ফেডারেশন ও চ্যানেল কর্তৃপক্ষ আলোচনায় বসবে। এর আগেও ফেডারেশনের সঙ্গে একাধিক ঝামেলায় জড়িয়েছে টলিউড, টেলিভিশন ইন্ডাস্ট্রি। ফেডারেশনের সঙ্গে বরাবরই তাদের কোনও না কোনও বিষয় নিয়ে মতের অমিল হয়েই থাকে। 

চলতি বছরেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে ফেডারেশনের সঙ্গে তরজা শুরু হয়। ঝামেলা এমন জায়গায় পৌঁছায় যে তা ফেডারেশন বনাম পরিচালকদের সংঘাত হয়ে দাঁড়ায়। দুদিনের জন্য স্তব্ধ হয়ে যায় টলিউড ও টেলিপাড়ার কাজও। পরে প্রসেনজিৎ, দেব ও গৌতম ঘোষ দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ফের কাজ শুরু হয় টলিপাড়ায়। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement