Television Gossip: 'পরীণিতা'র পারুলের রিল লাইফ হিরো উদয় প্রতাপ, ঈশানীর প্রেমিক কে?

Television Gossip: বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা ও অভিনেত্রীদের পেশাদার জীবনের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের কৌতুহলের শেষ নেই। কে কার সঙ্গে ঘুরছেন, কোন নায়িকা কার সঙ্গে ডেট করছেন, কার বিয়ে ভাঙল এই নিয়ে ভক্ত-অনুরাগীরা সব সময়ই জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন।

Advertisement
'পরীণিতা'র পারুলের রিল লাইফ হিরো উদয় প্রতাপ, ঈশানীর প্রেমিক কে?পারুল তথা ঈশানীর বাস্তবের প্রেমিক কে?
হাইলাইটস
  • বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা ও অভিনেত্রীদের পেশাদার জীবনের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের কৌতুহলের শেষ নেই।

বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা ও অভিনেত্রীদের পেশাদার জীবনের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের কৌতুহলের শেষ নেই। কে কার সঙ্গে ঘুরছেন, কোন নায়িকা কার সঙ্গে ডেট করছেন, কার বিয়ে ভাঙল এই নিয়ে ভক্ত-অনুরাগীরা সব সময়ই জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন। কেউ কেউ প্রকাশ্যে নিজেদের ব্যক্তিগত জীবন উজাড় করলেও অনেকেই আছেন যাঁরা পেশার বাইরে আর কোনও কিছুই সামনে আনতে রাজি নন। তবে পরিণীতা ধারাবাহিকের নায়িকা পারুল তথা ঈশানী কিন্তু চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি প্রেমিককে প্রকাশ্যেও এনেছেন তিনি। 

গত বছর থেকে জি বাংলায় শুরু হয়েছে পরিণীতা ধারাবাহিক। যেখানে নায়ক উদয় প্রতাপ সিংয়ের বিপরীতে দেখা যাচ্ছে নবাগতা ঈশানীকে। এই সিরিয়ালে তিনি পারুল চরিত্রে অভিনয় করছেন। প্রথম মেগাতেই তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। পর্দার হিরোর সঙ্গে তাঁর জুটি দর্শকদের বেশ পছন্দের। কিন্তু নায়িকার জীবনের আসল হিরো কে? ঈশানীর মনের মানুষের খোঁজ পাওয়া গেল সম্প্রতি। কিছুদিন আগেই পারুল তাঁর প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। 

ঈশানী তাঁর প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন। যেখানে তাঁকে ও তাঁর প্রেমিককে কখনও পুজো মণ্ডপে দেখা যাচ্ছে আবার প্রেমিকের একার ছবিও দিয়েছেন ঈশানী। ছবিগুলি পোস্ট করে পর্দার পারুল লেখেন, ‘আমার প্রেমের গল্পের হিরোকে জন্মদিনের শুভেচ্ছা। আমার জীবনের সিনেমায়, তুমিই সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার গানের সুর, প্রতিটি ফ্রেমে জাদু। তোমার সঙ্গে, প্রতিটা দিন স্বপ্নের দৃশ্যের মতো মনে হয়। যেখানে হাসি ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো প্রতিধ্বনিত হয় এবং প্রেম যে কোনও স্পটলাইটের চেয়েও উজ্জ্বল হয়ে ওঠে। তুমি আমার প্রিয় সংলাপ, আমার চিরকালীন সহ-অভিনেতা, আমার চিরকালীন সুখের আলো। আজ, আমি তোমাকে উদযাপন করছি, সেই মানুষটা যে আমার সাধারণ পৃথিবীকে একটা কালজয়ী প্রেমকাহিনীতে পরিণত করেছিলে। হাসি, রোম্যান্স এবং একতার আরও অসংখ্য রিল এখানে, আমার চিরকালের লিডিং ম্যান।

Advertisement

পারুল তথা ঈশানীর প্রেমিকের নাম সাগ্নিক মজুমদার। তিনি বিনোদন দুনিয়ার কেউ নন। তবে ঈশানীর সঙ্গে কবে কোথায় আলাপ বা তাঁদের প্রেম শুরু কবে থেকে এইসব কিছুই জানা যায়নি। পারুলের এই পোস্টে তাঁর রিল লাইফের নায়ক উদয় প্রতাপকেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায় সাগ্নিককে। ঈশানীর এটাই প্রথম সিরিয়াল। আর প্রথম সিরিয়ালেই তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। 
 

POST A COMMENT
Advertisement