বাংলা ধারাবাহিকের জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে ফুলকি অন্যতম। টিআরপি তালিকায় এই সিরিয়ালের অবস্থান যথেষ্ট ভাল। কিন্তু সম্প্রতি ফুলকির যে নতুন প্রোমো এসেছে, তা দেখার পর নেটপাড়ায় রীতিমতো হাসির রোল উঠেছে। প্রোমোতে যেখানে দেখানো হয়েছে যে ফুলকি নাকি রোহিতের বোন। আর এই প্রোমো সামনে আসতেই ট্রোলিংয়ের পাশাপাশি হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনের একাংশ।
এদিন চ্যানেলের পক্ষ থেকে যে প্রোমো সামনে আনা হয়েছে, সেখানে দেখানো হয়েছে লাবণ্য ওরফে ফুলকির লাবু দি একটি রিপোর্ট নিয়ে এসে রোহিতের মাকে দিয়ে বলছেন, 'আজ থেকে ২২ বছর আগে তোমার যে মেয়ে হারিয়ে গেছিল সে আর কেউ নয়, আমাদের ফুলকি।' এটা শুনেই ফুলকির শাশুড়ি ধপ করে বসে পড়েন। বলেন, 'কী সর্বনেশে কথা শোনালি তুই! রোহিত আর ফুলকি ভাই বোন।' আর সেই কথা দরজার বাইরে থেকে সবটা শোনে নায়ক নায়িকা। সেটা শুনেই শিবের মন্দিরে ছুটে যান ফুলকি।
শিবের হাত থেকে ত্রিশূল তুলে বলে, 'যাকে ভালোবেসে স্বামীর চোখে দেখেছি তাকে আমি দাদার চোখে দেখতে পারব না বাবা। আমার এই চোখ অন্ধ করে দেব।' কিন্তু ত্রিশূল সে চোখে গাঁথতে পারে না। আর সেটা দেখে সন্দেহ হয় নায়িকার। যে এটা কোনও ষড়যন্ত্র নয় তো? সে বলে ওঠে, 'কেন আটকালে বাবা? কীসের ইঙ্গিত দিচ্ছ তুমি? ষড়যন্ত্র করছে? যারা আমার আর স্যারের সম্পর্ক শেষ করতে চাইছে তাদের এই ত্রিশূল দিয়েই শেষ করব।' এই প্রোমো দেখেই ট্রোলের মুখে পড়ে ফুলকি সিরিয়াল।
এই প্রোমো দেখার পর কেউ লেখেন, ফুলকির ছেলে মেয়ে রোহিতকে বাবার বদলে মামা ডাকবে। আবার অনেকে লিখেছেন, লেখক/লেখিকার মাথায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে। আবার কেউ লেখেন, পরিচালক কি গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লিখেছে। আবার কারোর মতে, শেষে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোন। হে ভগবান আর যে কতকিছু দেখতে হবে বাংলা সিরিয়ালে। এই প্রোমো যে একেবারেই না পসন্দ হয়েছে নেটিজেনের একাংশের তা বোঝাই যাচ্ছে। যদিও চ্যানেল বা সিরিয়াল নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই বলা হয়নি। প্রসঙ্গত ফুলকির এই মহাপর্ব আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত দেখানো হবে।