scorecardresearch
 

Oscar 2025-Iman Chakaraborty: বাংলার গর্ব, এবার অস্কারে যাচ্ছে ইমনের গান 'ইতি মা...'

Oscar 2025-Iman Chakaraborty: জানা গিয়েছে, পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ছবি পুতুল-এর ইতি মা গানটিই স্থান করে নিয়েছে অস্কারের তালিকায়। আর এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। ইমনের সঙ্গে এই তালিকায় রয়েছেন লেডি গাগা, জন এলটন, মিলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা।

Advertisement
ইমন চক্রবর্তী ইমন চক্রবর্তী
হাইলাইটস
  • ২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে অস্কার।

সংস্কৃতির পীঠস্থান এই বাংলা। গান, নাচ, অভিনয় সবেতেই তুখোড় তুখোড় শিল্পীদের নামডাক রয়েছে বিশ্বের দরবারে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে খুব কমবারের জন্যই বাঙালিদের প্রতিভা সামনে আসতে পেরেছে। ২০২৫ সালের মার্চে অনুষ্ঠিত হবে অস্কার। আর তার আগেই চলছে ঝাড়াই-বাছাই। সারা বিশ্ব থেকে ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। আর সেখানেই রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান। আর সেই অর্থে এই প্রথম কোনও বাঙালি গায়িকা অস্কারের দৌড়ে সামিল হলেন। 

জানা গিয়েছে, পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ছবি পুতুল-এর ইতি মা গানটিই স্থান করে নিয়েছে অস্কারের তালিকায়। আর এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। ইমনের সঙ্গে এই তালিকায় রয়েছেন লেডি গাগা, জন এলটন, মিলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা। এই বিষয়ে গায়িকা এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, তিনি এই খবরটি সারেগামাপা-এর শ্যুটিং চলাকালীনই পান। তিনি এখনও বিশ্বাসই করতে পারছেন না যে অস্কারে তাঁর গান মনোনীত হয়েছে। 

ইমন এই খবর তাঁর স্বামী নীলাঞ্জন ও বাবাকেও দিয়েছেন। তিনি অবশ্যই এর জন্য ছবির পরিচালক ও সুরকারকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, প্রাক্তন ছবির গান তুমি যাকে ভালোবাসো-র জন্য ইতিমধ্যেই ইমনের ঝুলিতে রয়েছে জাতীয় পুরষ্কার। আন্তর্জাতিক স্তরে বাংলা গানকে পৌঁছেছিলেন তুমি যাকে ভালোবাসো খ্যাত শিল্পী। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত কান ফেরত ছবি ‘পুতুল’-এর জন্য ‘ইতি মা’ গানটি রেকর্ড করেছেন ইমন। শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। আর এই গানটি মনোনীত হয়েছে অস্কারে। 

আরও পড়ুন

১ নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানের সমস্ত নমিনেশন জমা পড়েছিল। চূড়ান্ত ভোটিং পর্ব শুরু হবে আগামী ৯ ডিসেম্বর থেকে। আগামী ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর। সেখানে ইমনের গান অস্কার পায় কিনা এখন সেই দিকেই নজর সকলের। যদিও ইমন জানিয়েছেন যে তিনি এতটাও প্রত্যাশা করেন না।         

Advertisement

Advertisement