বাংলা সিরিয়ালের খুবই পরিচিত মুখ অনন্যা গুহ। খুব ছোট বয়স থেকেই অনন্যা অভিনয় জগতের সঙ্গে যুক্ত। মিঠাই সিরিয়ালে পিঙ্কিজি চরিত্রে অভিনয় করে অভিনেত্রী দর্শকদের মন জয় করে নিয়েছেন। এখনও কলেজের গণ্ডি পেরোননি আর তার আগেই জীবনের নয়া পর্ব শুরু করবেন তিনি। ফেব্রুয়ারিতে প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে এনগেজমেন্ট সারবেন অনন্যা। আর তার আগেই গুরুতর চোট পেলেন অভিনেত্রী।
এই মুহূর্তে মিত্তির বাড়ি সিরিয়ালে সঞ্জনার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। আর সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েই গুরুতর চোট পান অনন্যা। এক বিশেষ দৃশ্যের শ্যুটিংয়ে পড়ে গিয়ে আহত হন তিনি। আসলে এই সিরিয়ালের গল্প অনুযায়ী, ধ্রুবর জীবনে 'জোনাকি'কে কিছুতেই মেনে নিতে পারে না সে। সেই কারণেই বিভিন্নভাবে জোনাকির ক্ষতি করতে চায় সঞ্জনা। এক দৃশ্যের শুটিংয়ে জোনাকিকে পা দিয়ে ঠেলে ফেলার সময় নিজেই আহত হন অনন্যা। মাঝপথে শ্যুটিং বন্ধ করে বিশ্রাম নিতে হয় তাঁকে।
জানা গিয়েছে, পায়েই চোট পান তিনি। পায়ে ভর দিয়ে একা বাড়ি যাওয়ার মত অবস্থায় ছিলেন না। অভিনেত্রীর হবু বর সুকান্ত এসে তাঁকে বাড়িতে নিয়ে যান। এখন অবশ্য কিছুটা ভাল আছেন। আর এই পা নিয়েই সুকান্তর সঙ্গে আইবুড়ো ভাত খাচ্ছেন। খুব অল্প বয়সেই অনন্যা টেলি দুনিয়ায় বেশ জনপ্রিয়। সিরিয়ালের পাশাপাশি তিনি সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ করেছেন। সঙ্গে রয়েছে তাঁর ব্লগও, যা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বেশ চর্চিত।
বিশেষ করে অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চা চলতেই থাকে। বিগত কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। গত বছরেই চর্চিত ইউটিউবার সুকান্ত কুণ্ডুর সঙ্গে অভিনেত্রীর ছবি ঘিরে তৈরি হয়েছিল বিস্তর কৌতূহল। পরে জানা যায়, সম্পর্কে জরিয়েছেন তাঁরা। আড়াই বছর চুটিয়ে প্রেম করার পর শীঘ্রই পরিণতির দিকে এগোচ্ছেন সুকান্ত-অনন্যা। সেই সুখবর আগেই দিয়েছেন অভিনেত্রী। ফেব্রুয়ারির কোনও এক মঙ্গলবারে এনগেজমেন্ট। তবে তারিখ সামনে আনেননি তাঁরা। এনগেজমেন্টের কার্ডও দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু এরই মাঝে পায়ে চোট পেলেন অনন্যা। তবেই বিশেষ দিনের আগে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন বলেই মনে করেন অভিনেত্রী।