Pallavi Sharma: পর্দার 'পর্ণা' পেশায় সাংবাদিক, বাস্তবে কতদূর পড়াশোনা করেছেন 'দত্তবাড়ির বউ'?

Pallavi Sharma: বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পল্লবী শর্মা। বর্তমানে জি বাংলার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে (Bengali Serial) নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা।

Advertisement
পর্দার 'পর্ণা' পেশায় সাংবাদিক, বাস্তবে কতদূর পড়াশোনা করেছেন 'দত্তবাড়ির বউ'?পল্লবী শর্মা
হাইলাইটস
  • বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পল্লবী শর্মা।

বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পল্লবী শর্মা। বর্তমানে জি বাংলার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে (Bengali Serial) নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। কখনও উকিল, কখনও আবার সাংবাদিক রূপে সকলের মন জয় করেছেন। তবে পল্লবী (Pallavi Sharma) বাস্তব জীবনে কতদূর পড়াশোনা করেছেন জানেন?

বাংলা টেলিভিশন দুনিয়ায় পল্লবী শর্মা ভীষণভাবে পরিচিত এক মুখ। যদিও নায়িকার জীবন কেটেছে খুবই কষ্টে। পর্দার ‘পর্ণা’ দ্বিতীয় শ্রেণিতে পড়াকালীন তাঁর মায়ের ব্রেন টিউমার ধরে পড়ে। কয়েক বছরের মধ্যেই মা-কে হারান তিনি। এরপর দশম শ্রেণির আইসিএসসি চলাকালীন তাঁর বাবারও মৃত্যু হয়। সেই সময় হবিষ্যি খেয়ে পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী। খুব কম বয়সে মা-বাবাকে হারালেও ভেঙে পড়েননি পল্লবী। খুব কম বয়সে অভিনয় জগতে ডেবিউ হয়েছিল তাঁর। ক্লাস নাইনে পড়াকালীনই তাঁর সামনে অভিনয়ের সুযোগ আসে। কাজ এবং পড়াশোনা দু’টোই সমানতালে চালিয়ে যান ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) নায়িকা।

একাধিক রিপো্ট অনুযায়ী, ভবানীপুর কলেজ থেকে অ্যাকাউন্ট্যান্সিতে স্নাতক পাশ করেছেন পল্লবী। বিকম গ্র্যাজুয়েটের ডিগ্রি রয়েছে তাঁর। এখন যদিও অভিনয়কেই পেশা করেছেন। পল্লবী একবার জানিয়েছিলেন যে তিনি অভিনয়ে না আসলে হয়তো পেশা হিসাবে ওকালতিকে বেছে নিতেন। ‘কে আপন কে পর’এ অভিনয় করার সময় অভিনেত্রীর সেই সাধ অবশ্য কিছুটা পূরণ হয়েছে। সেখানে প্রথম কাজের মেয়ের চরিত্রে দেখা গেলেও, পরে জবা উকিল হয়ে যায়। এমনকি বিচারকের আসনেও বসতে দেখা গিয়েছিল তাঁকে।

এরপর কিছুদিনের বিরতি নিয়ে পল্লবী ফেরেন নিম ফুলের মধু সিরিয়ালে। এখানে তাঁর পর্ণা চরিত্রটি খুবই জনপ্রিয়। যৌথ পরিবারে বিয়ে করে আসার পর শাশুড়ি কৃষ্ণা দত্তের সঙ্গে পর্ণার মজার মজার সব ঘটনা দর্শকেরা আয়েশ করে উপভোগ করেন। এই মুহূর্তে পর্ণা স্মৃতি হারিয়ে গিয়েছে তবে তা আবার ফিরেও আসছে। সিরিয়ালে পর্ণাকে রোজই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে দেখা যাচ্ছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement