scorecardresearch
 

Soumili Biswas: একবছর পর ছোটপর্দায় কামব্যাক সৌমিলির, কোন সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে?

Soumili Biswas: টলিউড তথা টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত মুখ সৌমিলি বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীকে একাধিক শোয়ের সঞ্চালিকার ভূমিকাতেও দেখা গিয়েছে। নয় নয় করে প্রায় ২১ বছরের অভিনয় জীবন। শেষবার সৌমিলিকে ছোটপর্দায় দেখা গিয়েছিল জয় বাবা লোকনাথ সিরিয়ালে।

Advertisement
সৌমিলি বিশ্বাস ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম সৌমিলি বিশ্বাস ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • টলিউড তথা টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত মুখ সৌমিলি বিশ্বাস।
  • অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীকে একাধিক শোয়ের সঞ্চালিকার ভূমিকাতেও দেখা গিয়েছে।

টলিউড তথা টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত মুখ সৌমিলি বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীকে একাধিক শোয়ের সঞ্চালিকার ভূমিকাতেও দেখা গিয়েছে। নয় নয় করে প্রায় ২১ বছরের অভিনয় জীবন। শেষবার সৌমিলিকে ছোটপর্দায় দেখা গিয়েছিল জয় বাবা লোকনাথ সিরিয়ালে। এরপর বেশ কয়েক বছর তাঁকে পর্দায় দেখতে পাওয়া যায়নি। তবে এবার দর্শকদের জন্য সুখবর ছোটপর্দায় কামব্যাক করছেন সৌমিলি। 

জানা গিয়েছে, জি বাংলার নতুন ধারাবাহিক পরিণীতা সিরিয়ালে ফিরছেন সৌমিলি। জানা যাচ্ছে, তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই শ্যুটিং সারা হয়ে গিয়েছে ৫ দিনের। এই ধারাবাহিকে কোন চরিত্রে দেখা যাবে সৌমিলিকে? অভিনেত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এই ধারাবাহিকে সৌমিলিকে উদয়প্রতাপ সিংয়ের একমাত্র পিসির চরিত্রে দেখা যাবে। যাঁর বিয়ে হয়নি বাবার কারণে। ভাইপো-ভাইঝিদের কাছে পিসি খুবই আদরের। তাঁদের আগলে রাখবে সৌমিলির পিসির চরিত্রটি। এর বেশি কিছু এখনই জানাতে চান না অভিনেত্রী। 

গত বছর সৌমিলিকে দেখা গিয়েছিল সাধক রামপ্রসাদ সিরিয়ালে। তারপর একবছরের বিরতি। এই বছর ফের ফিরছেন চেনা ছন্দে। তবে জি বাংলায় বাবা লোকনাথ ছিল সৌমিলির শেষ কাজ। ওই ধারাবাহিকে তিনি লোকনাথের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত নাম সৌমিলি ঘোষ বিশ্বাস। বাংলা ছবিতেও কাজ করেছেন। অভিনেত্রী হওয়ার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী সৌমিলি। তবে তাঁকে গত একবছরে পর্দায় দেখা যায়নি। 

Advertisement

এই বছরেই সৌমিলির ডিভোর্স নিয়ে টলিপাড়ায় চর্চা শুরু হয়। আসলে অভিনেতা সুজয়প্রসাদের এক পোস্টকে ঘিরে তৈরি হয় বিভ্রান্তি আর সেখান থেকেই সৌমিলির পরকীয়া চর্চা তুঙ্গে ওঠে। তবে এই নিয়ে সৌমিলি স্পষ্ট জানিয়ে দেন যে যাঁর সঙ্গে তাঁর নাম জড়ানো হচ্ছে তিনি সৌমিলির গুরুস্থানীয়। পেশায় ব্যাঙ্ককর্মী অয়ন ঘোষকে ২০১২ সালে বিয়ে করেন অভিনেত্রী। তারপর থেকেই সুখী গৃহকোণ দুজনের। প্রসঙ্গত, আলো, গ্যারাকল, সংগ্রাম, অগ্নিশপথ, শুধু তোমাকে চাই সিনেমায় কাজ করেছেন। এছাড়াও রান্নাঘর, দিদি নম্বর ১-এ সঞ্চালকের ভূমিকার পাশাপাশি ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো-তে মেন্টর হিসাবেও কাজ করেছেন।      
 

আরও পড়ুন

Advertisement