Sabyasachi Chakraborty: অসুস্থ সব্যসাচী চক্রবর্তী, ভর্তি হাসপাতালে, কী হয়েছে ফেলুদার?

Sabyasachi Chakraborty: অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ভর্তি রয়েছেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি। তবে সব্যসাচী চক্রবর্তী যে হাসপাতালে ভর্তি তা এক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তী।

Advertisement
অসুস্থ সব্যসাচী চক্রবর্তী, ভর্তি হাসপাতালে, কী হয়েছে ফেলুদার?সব্যসাচী চক্রবর্তী
হাইলাইটস
  • অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।

অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ভর্তি রয়েছেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি। তবে সব্যসাচী চক্রবর্তী যে হাসপাতালে ভর্তি তা এক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তী। তবে অভিনেতার ঠিক কী হয়েছে এই নিয়ে কিছুই জানা যায়নি। 

দিন দুয়েক আগেই সব্যসাচীকে দেখা গিয়েছিল তাঁর পুত্র গৌরব ও ঋদ্ধিমার ছেলে ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠানে। শ্যুটিং করছেন ফেলুদা চুটিয়ে। মঙ্গলবারই ঝাড়খণ্ড থেকে শ্যুটিং সেরে ফিরেছেন। বুধবার সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। তবে সব্যসাচীর ঠিক কী হয়েছে, তা নিয়ে বারংবার অভিনেতার ছেলে গৌরব চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফেলুদার হার্টে ব্লকেজ রয়েছে। আপাতত টেম্পোরারি পেসমেকার বসবে। পরে পার্মানেন্ট পেসমেকার বসানো হবে। এখন স্থিতিশীল রয়েছেন অভিনেতা। 

শুভ্রজিৎ মৈত্রের দেবী চৌধুরানী সিনেমায় অভিনয় করতে দেখা যাবে সব্যসাচীকে। দীর্ঘদিন পর আবারও সব্যসাচী চক্রবর্তী শ্যুটিং ফ্লোরে ফিরেছেন। দর্শকদের কাছে সব্যসাচী ফেলুদার চরিত্রেই পরিচিত। সন্দীপ রায়ের একাধিক ফেলুদা গল্প ও সিনেমায় কাজ করেছেন অভিনেতা। যে কোনও অভিনয়ে মুগ্ধ করেন তিনি বাঙালিকে বারবার। তাই তাঁর অসুস্থতার খবর শোনার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায় টলি পাড়ায়। 

সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছুর তদারকি করেছেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। আপাতত সকলেই সব্যসাচীর সুস্থতা কামনা করছেন। 

POST A COMMENT
Advertisement