Lili Chakraborty: বেশ কিছু এপিসোডেই দেখা নেই 'নিম ফুলের মধু'র ঠাম্মির, কী হল লিলি চক্রবর্তীর?

Lili Chakraborty: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিষ্টি নায়িকা বলেই পরিচিত লিলি চক্রবর্তী। স্বর্ণযুগের এই অভিনেত্রী কাজ করেছেন উত্তমকুমার থেকে শুরু করে ভানু বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লিলি চক্রবর্তী নিজেকে সরিয়ে নিয়েছিলেন বড়পর্দা থেকে। তবে ছোটপর্দায় তিনি দাপিয়ে অভিনয় করছেন সকলের সঙ্গে পাল্লা দিয়েই।

Advertisement
বেশ কিছু এপিসোডেই দেখা নেই 'নিম ফুলের মধু'র ঠাম্মির, কী হল লিলি চক্রবর্তীর?লিলি চক্রবর্তী ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিষ্টি নায়িকা বলেই পরিচিত লিলি চক্রবর্তী।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিষ্টি নায়িকা বলেই পরিচিত লিলি চক্রবর্তী। স্বর্ণযুগের এই অভিনেত্রী কাজ করেছেন উত্তমকুমার থেকে শুরু করে ভানু বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লিলি চক্রবর্তী নিজেকে সরিয়ে নিয়েছিলেন বড়পর্দা থেকে। তবে ছোটপর্দায় তিনি দাপিয়ে অভিনয় করছেন সকলের সঙ্গে পাল্লা দিয়েই। টিআরপির শীর্ষে থাকা নিম ফুলের মধু সিরিয়ালে সকলের প্রিয় ঠাম্মি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল এই বর্ষীয়ান অভিনেত্রীকে। তবে ইদানিং আর দেখা যাচ্ছে না তাঁকে। তবে কি তিনি এই সিরিয়াল থেকে বিদায় নিলেন?

জানা গিয়েছে, খুবই অসুস্থ লিলি চক্রবর্তী।  তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন। এক সংবাদমাধ্যমকে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন যে তিনি গত ১২দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সেই কারণে শ্যুটিংয়ে যেতে পারেননি। কী হয়েছে তাঁর? লিলি চক্রবর্তী সেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর শরীর ভাল যাচ্ছে না। হাই ব্লাড সুগারের রোগী তিনি। সঙ্গে রয়েছে হাঁপানিও। তবে এর চেয়েও বড় রোগ হল অভিনেত্রী বহু বছর ঘরেই সিওপিডি-তে ভুগছেন। এই তিন কারণের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন বাড়িতে ফিরে এসেছেন তিনি। তবে এখনই শ্যুটিংয়ে যোগ দিতে পারবেন না। সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই লিলি চক্রবর্তী যোগ দেবেন নিম ফুলের মধু সিরিয়ালে। 

নিম ফুলের মধু সিরিয়ালে লিলি চক্রবর্তীর ঠাম্মি চরিত্রটি সকলের খুব প্রিয়। তিনি যেভাবে দত্ত বাড়ির বউ পর্ণাকে আগলে রাখেন, তা দর্শকদের খুবই ভাল লেগেছে। এই সিরিয়ালে লিলি চক্রবর্তীর ঠাম্মি চরিত্রটি যেন প্রত্যেকের ঠাকুমার এক প্রতীকি হিসাবে কাজ করে। যিনি দত্ত বাড়িকে আগলে রেখেছেন। গত বছরই এই বর্ষীয়ান এই অভিনেত্রী পেরিয়ে গেলেন জীবনের ৮২টা বসন্ত। নিম ফুলের মধু সিরিয়ালের সেটেই পালন করা হয় তাঁর জন্মদিন। সেটেই কাটা হয় কেক। 

৬০ ও ৭০-এর দশকে যখন বাংলা সিনেমা মহল দাপিয়ে বেড়াচ্ছেন সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায় কিংবা মাধবী মুখোপাধ্যায়ের মোট তাবড় নায়িকারা, ঠিক তখন নিজের স্বতন্ত্রতায় টলিউডে আলাদা ছাপ ফেলেছিলেন লিলি চক্রবর্তী। না, সেভাবে কোনও দিন জুবিলী নায়িকা হিসেবে তাঁকে পায়নি বাংলা সিনেমা। কিন্তু তাও তাঁর অন্যরকম অভিনয় ভালোবেসেছেন দর্শকরা। বাংলা সিনেমার জগতে তিনি লিলি ফুলের মতোই থেকেছেন। মৃদু অথচ উজ্জ্বল, সতেজ। ৬০-এর দশকে দেয়া নেয়া, ভানু গোয়েন্দা জহর এসিস্টেন্ট, দীপ জ্বেলে যাই, ভানু পেল লটারির মত সুপারহিট ছবিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

Advertisement

 

POST A COMMENT
Advertisement