বিতর্ক, বিদ্বেষকে ,জয় করে অবশেষে বিগ বস সিজন ১৮-এর বিজেতা হলেন করণ বীর মেহরা। ভিভিয়ান ডিসেনাকে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন তিনি। রবিবার টানটান উত্তেজনার মধ্যে দিয়ে সলমন খান করণ বীর মেহরাকে বিগ বসের জয়ী ঘোষণা করেন। ৪৬ বছরের অভিনেতা সোনার ট্রফির পাশাপাশি নগদ ৫০ লক্ষ টাকাও পান বিগ বসের পক্ষ থেকে। ভিভিয়ান ডিসেনা হন বিগ বস সিজন ১৮-এর প্রথম রানার্স আপ। অপরদিকে ইউটিউবার রজত দালাল হন সেকেন্ড রানার্স আপ। দীর্ঘ ১০৪ দিন ধরে বিগ বসের ঘরের নানান নাটকীয়তা, নানান টাস্ক, মারামারির পর লক্ষ লক্ষ ভোটে বিগ বস জিতলেন করণ বীর।
গত বছর অক্টোবরের শেষে ১৩তম প্রতিযোগী হিসাবে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন করণ বীর মেহরা। হিন্দি সিরিয়ালের চেনা মুখ করণবীর নানান কঠিনতার মধ্য দিয়েও তিনমাস টিকে থাকতে পেরেছিলেন বিগ বসের বাড়িতে। দর্শকদেরও পছন্দের তালিকায় ছিলেন করণ বীর মেহরা। এই সিজনের সব প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন করণ বীর। তিনি বিগ বসে আসার আগে রোহিত শেট্টির অ্যাডভেঞ্চার শোতেও বিজয়ী হন। করণবীরের সঙ্গে বিগ বসের বাড়িতে ছিলেন শিল্পা শিরোদকর, অভিনাশ মিশ্র, চুম দারাঙ্গ, ইশা সিং, আরফিন খান, শ্রুতিকা অর্জুন রাজ,তাজিন্দর বাগ্গা, সারা আরফিন খান, চাহাত পাণ্ডে সহ অন্যান্যরা।
আর এই জয়ের পর জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সাম্প্রতিককালের বিজেতা হিসাবে মুনওয়ার ফারুকি, এমসি স্ট্যান এবং তেজস্বী প্রকাশের সঙ্গে জুড়ে গেল টিভি তারকা করণবীর মেহরার নাম। প্রসঙ্গত এদিন বিগ বসের ফাইনালের মঞ্চে নিজেদের আগামী ছবি 'লাভিয়াপ্পা'র প্রচারে এসেছিলেন জুনেদ খান, খুশি কাপুর। বিগ বস-১৮র ঝলমলে সমাপ্তির দিন বেশ কয়েকজন তারকা বিশেষত আমির খানকে প্রথমবারের জন্য এই শোতে উপস্থিত হতে দেখা গিয়েছে।
বিগ বস সিজন ১৮ ও খতরো কে খিলাড়্ ১৪-এ যোগ দেওয়ার পাশাপাশি করণ বীর হিন্দি সিরিয়ালের বেশ পরিচিত এক মুখ। পবিত্র রিস্তা, ইয়ে রিস্তা ক্যা কহলাতা হ্যায়, পরী হু ম্যায়, বড়ে আচ্ছে লাগতে হ্যায়, শশুরাল সিমার কা, পুলিশ অ্যান্ড ক্রাইম, বিরুদ্ধ ও ডোলি আরমানো কী সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন করণ বীর।