টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই নগরী। বৃষ্টিতে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি তাঁদের রুজি-রোজগারও প্রায় বন্ধ। একটানা এই বৃষ্টিতে মহানগরীর দ্রুত গতি হঠাৎ যেন থমকে গিয়েছে। এই বৃষ্টির প্রভাব শ্যুটিংয়ের ওপরও পড়েছে। বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শো বিগ বস ১৯-এর শ্যুটিংও এই বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে। যার ফলে চরম অস্বস্তিতে পড়লেন সলমন খান।
জানা গিয়েছে, মঙ্গলবারই বিগ বসের ঘর সংবাদমাধ্যমের জন্য খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু একটানা বৃষ্টিতে ও শহরের একাধিক এলাকা জলমগ্ন হওয়ার ফলে জিও হটস্টারের টিমের পক্ষ থেকে মঙ্গলবারের এই ইভেন্ট বন্ধ করে দেয়। টিমের পক্ষ থেকে জারি হওয়া বিবৃতিতে বলা হয়েছে, অবিরাম বৃষ্টিতে মুম্বই কার্যত জলমগ্ন। এই পরিস্থিতিতে ‘বিগ বস’-এর ঘরের দরজা খোলা সম্ভব হয়নি। তাই আপাতত এই অনুষ্ঠানের যাবতীয় কর্মসূচি স্থগিত রাখা হল। আমরা দুঃখিত। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে পরিকল্পনা করা হবে।
তবে শুধুমাত্র ‘বিগ বস ১৯’-এর প্রোমোশনাল ইভেন্টই বাতিল হয়েছে, বলিউডের অন্যান্য শুটিং এখনও চলছে। ফিল্মসিটির বেশ কিছু রাস্তা হাঁটু জলে ভেসে গেলেও কলাকুশলীরা সাবধানে প্রতিদিন কাজে হাজির হচ্ছেন। ২৪ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে বিগ বস ১৯ প্রিমিয়ার। উল্লেখ্য, ‘বিগ বস ১৯’ এবার ভোটের থিমে সাজানো হয়েছে। সলমন খান ইতিমধ্যেই রাজনৈতিক সেটআপে নিজের পরিচয় দিয়েছেন। নতুন ঘরের সেটআপের ঝলক দেখানোর কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্ দর্শকদের আরও কটা দিন অপেক্ষা করতে হবে।
ইনস্টাগ্রামে ইতিমধ্যেই শোতে আসা প্রতিযোগীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যে পোস্টে লেখা ‘বিগ বস ১৯’-এর প্রত্যাশিত প্রতিযোগীদের তালিকা- গৌরব খান্না, বসির আলি, আশনূর কৌর, হুনার হালি, আওয়েজ় দরবার এবং নাগমা, মৃদুল এবং শেহবাজ় (যে কোনও এক জন), পায়েল গেমিং, শারদ মলহোত্রা, শাফাক (আহত হওয়ায় শোয়ে আসা বাতিলও হতে পারে), আনায়া বঙ্গার, আলি কাশিফ খান এবং জিশান কাদরি এবং পূজা গৌর। এ বার দেখার কারা এই শোতে অংশ নিচ্ছেন?