চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে গিয়েছিল হাড় হিম করা সেই ঘটনা। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ২৬ জন পর্যটকের দেহ, যাঁদের মধ্যে ছিলেন ভারতীয় সেনার নৌবাহিনী অফিসার বিনয় নরওয়াল। বিনয়ের স্ত্রী হিমাংশী নরওয়ালের ছবি সেই সময় সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। বিনয় ও হিমাংশী তাঁদের বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন পহেলগাঁও। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনা ছিনিয়ে নেয় হিমাংশীর স্বামী বিনয়কে। এবার শোনা যাচ্ছে, বিগ বসের ঘরে দেখা যেতে পারে বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশীকে।
শোনা যাচ্ছে, হিমাংশী নরওয়ালের কাছে রিয়্যালিটি শো বিগ বস ১৯-এ যাওয়ার প্রস্তাব এসেছে। বিনোদনমূলক এক মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিগ বসের নির্মাতারা হিমাংশীকে তাদের এই শোতে অংশগ্রহণ করাতে চায়। কারণ হিমাংশী আগে থেকেই প্রচারের আলোয় রয়েছেন। রিপোর্ট বলছে, বিগ বস-এর নির্মাতারা এই শোতে এমন কিছু প্রতিযোগীদের নিতে চাইছেন, যাঁরা দর্শকের সঙ্গে খুব দ্রুত যোগসূত্র তৈরি করবে আর বিগ বস ১৯-এ হিমাংশী নরওয়ালকে নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে। তবে এখনই নির্মাতাদের পক্ষ থেকে এই নিয়ে কিছুই নিশ্চিত করে জানানো হয়নি।
তবে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতে আরও একটি খবর ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে হিমাংশী নরওয়ালকে বিগ বসের পক্ষ থেকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। শোনা যাচ্ছে হিমাংশী ‘বিগ বস ওটিটি ২’-এর বিজয়ী এলভিশ যাদবের বন্ধু। শোনা যাচ্ছে, বিগ বস’র নির্মাতাদের তরফে হিমাংশীকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর ব্যক্তিগত জীবন, কয়েকমাসে আমূল পালটে যাওয়া জীবন ও জীবন সংগ্রাম দর্শকের কাছে এক অনুপ্রেরণা ও দর্শকের কাছে এক অন্যরকম বার্তা দেবে বলে মনে করা হচ্ছে। যদিও হিমাংশী এই শোয়ে অংশ নেবেন কিনা সে বিষয় চূড়ান্তভাবে কিছু জানানানো হয়নি এখনও এই শোয়ের টিমের তরফে।
উল্লেখ্য, ১৬ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছিলেন হিমাংশী ও বিনয়। জম্মু-কাশ্মীরে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন এর পরপরই তাঁরা দু’জন। সেখানে বৈসরনে জঙ্গি হামলার পর প্রাণ হারান বিনয়। এরপরই হিমাংশীর একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি তাঁর নিহত স্বামীর মাথার কাছে বসে কেঁদেই চলেছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঝড়ের গতিতে। প্রসঙ্গত, এই বছরের বিগ বস শুরু হতে চলেছে ২৪ অগাস্ট। আর এই শোতে এবার কারা কারা আসছেন, তা নিয়েই চলছে জোর জল্পনা।