প্রয়াত আন্তর্জাতিক স্তরের বডিবিল্ডার বরিন্দর ঘুমান। ভারতের হি ম্যান নামে পরিচিত ছিলেন তিনি। কাজ করেছেন হিন্দি ও পঞ্জাবি সিনেমায়। অভিনেতা হিসেবেও জনপ্রিয়তা ছিল তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। চিকিৎসার জন্য অমৃতসরে গিয়েছিলেন তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা বরিন্দর ঘুমান অল্প বয়স থেকেই বডি বিল্ডিং শুরু করেছিলেন। অভিনয়, বডি বিল্ডিংয়ের পাশাপাশি তিনি গো পালনও করতেন। তাকে বিশ্বের প্রথম নিরামিষ পেশাদার বডি বিল্ডার হিসেবে বিবেচনা করা হয়। ভারতের বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি।
ঘুমান দেশের বাইরেও বডি বিল্ডার হিসেবে নাম ও খ্যাতি অর্জন করেছিলেন। অনেক পঞ্জাবি এবং হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। অভিনয় করেছেন সলমন খান সহ অেক বড় অভিনেতার সঙ্গেও।
২০২৭ সালের বিধানসভা নির্বাচনে ঘুমানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তিনি নিজে তা স্বীকারও করেছিলেন। তবে তার আগেই তাঁর মৃত্যু। এই খবর সামনে আসার পর বডিবিল্ডার জগতে শোকের ছায়া। তিনিই প্রথম ব্যক্তি যিনি আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
২০০৯ সালে ঘুমান মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতা জিতেছিলেন। সেবারই মিস্টার এশিয়ায প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। একাধিক বিজ্ঞাপন সংস্থায় কাজও করেছেন। তিনি প্রথম ভারতীয় বডি বিল্ডার যিনি IFBB প্রো কার্ড পেয়েছিলেন।