Mukul Dev Died: অকালে প্রয়াত অভিনেতা মুকুল দেব, বলিউডের পরিচিত নাম

Mukul Dev Died: মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। তিনি বেশ কিছুদিন ধরেই আইসিইউ-তে ভর্তি ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে যে অভিনেতা অসুস্থ ছিলেন অনেকদিন ধরেই। অভিনেতার ভাই রাহুল দেবও বলিউডে খলনায়কের চরিত্রের জন্য বেশ জনপ্রিয়।

Advertisement
অকালে প্রয়াত অভিনেতা মুকুল দেব, বলিউডের পরিচিত নামপ্রয়াত মুকুল দেব
হাইলাইটস
  • মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব।

মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। তিনি বেশ কিছুদিন ধরেই আইসিইউ-তে ভর্তি ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে যে অভিনেতা অসুস্থ ছিলেন অনেকদিন ধরেই। অভিনেতার ভাই রাহুল দেবও বলিউডে খলনায়কের চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। মুকুল দেবের মৃত্যুর খবর নিশ্চিত করে সন অফ সর্দার ছবির অভিনেতা বিন্দু দাড়া সিং। তিনি আক্ষেপ করে বলেন যে মুকুল আর কোনওদিন নিজেকে বড়পর্দায় দেখতে পারবেন না। 

জানা গিয়েছে, মা-বাবা মারা যাওয়ার পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। এমনকী মুকুল বাড়ির বাইরেও খুব একটা বেরোতেন না বা কারোর সঙ্গে দেখা করতেন। তবে বেশ কিছুদিন ধরে অভিনেতার শরীর ভাল ছিল না। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। আইসিইউতে ভর্তি ছিলেন মুকুল। এরপর ২৩ মে রাতে মুকুল দেব প্রয়াত হন। 

মুকুল দেবের প্রয়াণের খবরে বলিউডে ফের শোকের ছায়া নেমে এসেছে। বলিউডে খুবই পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। তিনি তাঁর কেরিয়ার শুরু করেন একজন মডেল হিসাবে। এরপর দস্তক, সরফরোশ, ওয়াজুদ, হিম্মতওয়ালা, কোহরাম, জাস্ট ম্যারেড, দে তালি, রজনী সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ও বাংলা ছবিতেও মুকুল দেবকে দেখা গিয়েছে অভিনয় করতে। 

অভিসন্ধী, আওয়ারা, বচ্চম, সুলতান: দ্য সেভিয়ার এই চারটে বাংলা ছবিতে অভিনয় করেন মুকুল। দস্তক সিনেমায় সুস্মিতা সেনের বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করলেও তিনি বেশিরভাগ ছবিতেই পার্শ্ব চরিত্র ও ভিলেনের ভূমিকাতেই দেখা গিয়েছে তাঁকে। তাঁর মুত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউডে শোকের ছায়া। অনেক তারকাই তাঁর এই আকস্মিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না।   

POST A COMMENT
Advertisement