বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের দাবি, রবিবার ভোরে মহারাষ্ট্রের থানে এলাকার হীরানন্দানি এস্টেটের লেবার ক্যাম্পের ঝোপ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের দাবি অভিযুক্তের নাম মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ। যদিও এর আগে অভিযুক্ত তার একাধিক নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল।
মুম্বই পুলিশের দাবি, অভিযুক্ত নিজের ৪টে নাম বলে। যদিও সেই নামের কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি ধৃত ব্যক্তি। এই পরিস্থিতিতে অভিযুক্তের আসল নাম কী তা জানার জন্য বেশ বেগ পেতে হয়েছিল মুম্বই পুলিশকে। এক সাংবাদিক সম্মেলনে মুম্বই পুলিশ অভিযুক্তের আসল নাম সামনে নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ এবং সে হয়ত বাংলাদেশী নাগরিক। এই বিষয়ে তদন্ত চলছে। মুম্বই পুলিশ এও জানিয়েছে, মাত্র ৫-৬ মাস আগেই মুম্বইতে ঢুকেছিল এই অভিযুক্ত। এখানে একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত সে। পুলিশ জানিয়েছে যে মনে করা হচ্ছে সইফের বাড়িতে সে প্রথমবারই ঢুকেছিল।
পুলিশের সন্দেহ সইফের ওপর হামলাকারী বাংলাদেশের বাসিন্দা। তাকে গ্রেফতার করার পর মুম্বই পুলিশের কাছে ধৃত স্বীকার করেছে যে সে বৃহস্পতিবার রাতে সইফ-করিনার বাড়িতে ঢুকেছিল এবং অভিনেতার ওপর হামলা চালিয়েছিল। তদন্ত চলাকালীন অভিযুক্তের নাম নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের ৪টে নাম। পুলিশের জেরায় অভিযুক্ত কখনও নিজের নাম বলেছে বিজয় দাস (Bijoy Das), Vijay Das আবার কখনও বা বলেছে মহম্মদ ইলিয়াস ও বিজে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ক্রমাগত নিজের নাম বদলে বদলে বলেছে। পুলিশ এরপর অভিযুক্তের আসল নাম খোঁজার চেষ্টা শুরু করে দেয়। এরপরই অভিযুক্তের আসল নাম সামনে আসে।
শনিবার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে একজনকে এবং ছত্তিশগড় দুর্গ থেকে আর একজনকেও আটক করে মুম্বই পুলিশ। এছাড়াও মুম্বই থেকেও ২জনকে আটক করেছিল পুলিশ। শনিবার আটক করা দুই সন্দেহভাজনকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ করিনার বয়ান রেকর্ড করেছে। অভিনেত্রী জানিয়েছেন বৃহস্পতিবার রাতে কী কী হয়েছিল। প্রসঙ্গত, বুধবার গভীর রাতে সইফ-করিনার বাড়িতে চড়াও হয় ওই অভিযুক্ত। পরে ওই ব্যক্তিই অভিনেতার উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ছ’টি জখম নিয়ে সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে।