আইপিএলের সঙ্গে বলিউডের যোগ সেই প্রথম দিন থেকেই। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা, শিল্পা শেট্টি এঁরা প্রত্যেকেই আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন বা এখনও আছেন। শাহরুখ ও জুহি মিলে কিনেছেন কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংসের অন্যতম মালকিন ছিলেন প্রীতি জিন্টা। আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের মালকিন ছিলেন শিল্পা শেট্টি। কিন্তু আইপিএল-এ টিম কেনা থেকে ব্রাত্য সলমন খান। অথচ বলিউডের ভাইজানের ক্রিকেট নিয়ে আগ্রহ কম নেই। মাঝে মধ্যেই তাঁকে আইপিএল নিয়ে টুইট করতে দেখা যায়।
শোনা যায়, দল কেনার প্রস্তাব পেয়েছিলেন সলমন খানও। কিন্তু কেনেননি তিনি। আর সেই নিয়েই এতদিন পর মুখ খুললেন সল্লু মিঞা। মুম্বইয়ের এক অনুষ্ঠানে ভাই সোহেল খানের সঙ্গে গিয়েছিলেন সলমন খান। সেখানেই তাঁকে আইপিএলে দল কেনার ইচ্ছা রয়েছে কিনা জিজ্ঞাসা করা হয়। এর জবাবে বলিউড সুপারস্টার বলেন, বুড়ো হয়ে গিয়েছি। এখন আর আইপিএল দল সামলানোর ক্ষমতা নেই। অনেক আগে একটি টিম কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু সেই প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছিলাম। এখন আর ইচ্ছা নেই। এই বেশ ভাল আছি।
৫৯ বছরের সলমন খান তাই এখন আর কোনও আইপিএল টিম কিনবেন না। বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক রোজগারের একটা বড় অংশ এই প্রতিযোগিতা থেকে আসে। ফলে আইপিএলে বিনিয়োগের পরিমাণ বাড়ছে। নতুন শিল্পপতি থেকে শুরু করে তারকারা উৎসাহ দেখাচ্ছেন। তবে কি কোনও আফসোস হয় না সলমনের? উত্তরে সলমন বলেন, না। দল কিনিনি বলে কোনও আফসোস হয় না। নিজের কাজ নিয়ে ব্যস্ত আছি। আইপিএলে যে সব বলিউড তারকার দল রয়েছে তাঁদের মধ্যে সবচেয়ে সফল শাহরুখ ও জুহি। তাঁদের দল কেকেআর তিন বার চ্যাম্পিয়ন হয়েছে। তাঁদের দল কেকেআর তিন বার চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে সলমন এখন ব্যস্ত তাঁর পরবর্তী ছবি 'ব্যাটল অফ গালওয়ান'-এর প্রস্তুতিতে। আগের ছবি 'সিকান্দার' বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর এবার নতুন প্রজেক্টে একেবারে জীবনযাত্রার ধারা বদলে ফেলেছেন তিনি। ৫৯ বছর বয়সেও শরীরচর্চায় কঠোর পরিশ্রম করছেন, কঠিন ডায়েট মেনে চলছেন, ছাড়ছেন মদ্যপান ও ফাস্ট ফুড, সবই পর্দায় সেরা রূপে ফেরার লক্ষ্যে।