ফের প্রাণে মারার হুমকি অভিনেতা সলমন খানকে। বিস্ফোরণে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সোমবার মুম্বইয়ের ওর্লি এলাকায় পরিবহণ দপ্তরের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি মেসেজ আসে। যেখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি সলমনের বাড়িতে ঢুকে তাঁকে খুনের হুমকি দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে এই হুমকি মেসেজ নিয়ে সলমন খান ও তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও আসেনি।
মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই হুমকি নিয়ে এখনও পর্যন্ত কেউ কিছু জানায়নি। এই খবর সামনে আসার পর সল্লু মিঞার ভক্তেরা চিন্তিত হয়ে পড়েছেন। এর আগেও সলমন খানকে বহুবার প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের পক্ষ থেকে বারংবার হুমকি এসেছে সলমনের পক্ষ থেকে। তবে এই হুমকি পাওয়ার পরও সলমন তাঁর কাজ থামিয়ে রাখেননি। তিনি নিজের অভিনয় চালিয়ে গিয়েছেন।
জানা গিয়েছে, ২০১৭ ও ২০১৮ সালে পরপর দুবার সলমনকে প্রাণে মারার হুমকি দেয় এই গ্যাং। তাদের কাছে সলমন খানকে মারার প্ল্যান বিও ছিল। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় গত বছরের অক্টোবর মাসে। পনভেলের নিজের ফার্মহাউজে ঢোকার সময় সলমনকে খুনের ছক ছিল দুষ্কৃতীদের। বিষ্ণোই গ্যাংয়ের থেকে খুনের হুমকি চিঠি পাওয়ার পর সলমানের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দেয় মহারাষ্ট্র সরকার। বর্তমানে অভিনেতা ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। উল্লেখ্য, ২০১৮ সালে, লরেন্স বিষ্ণোই জেল থেকে সলমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন।