Shah Rukh Khan: দিনে ১০০টি সিগারেট খেতেন? এবার জন্মদিনে বড় ঘোষণা শাহরুখের

Shah Rukh Khan: বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। যাঁর সিনেমা হলে এলে এখনও হাউজফুল যায়। শনিবার, ২ নভেম্বর জন্মদিন ছিল এসআরকে-এর আর এইদিন তিনি ৫৯ বছরে পা দিলেন। শাহরুখ একসময় একের পর এক সিগারেট খেতেন তা তিনি নিজেই অনেক সাক্ষাৎকারে জানিয়েছেন।

Advertisement
দিনে ১০০টি সিগারেট খেতেন? এবার জন্মদিনে বড় ঘোষণা শাহরুখেরশাহরুখ খান ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • শাহরুখ একসময় একের পর এক সিগারেট খেতেন তা তিনি নিজেই অনেক সাক্ষাৎকারে জানিয়েছেন।

বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। যাঁর সিনেমা হলে এলে এখনও হাউজফুল যায়। শনিবার, ২ নভেম্বর জন্মদিন ছিল এসআরকে-এর আর এইদিন তিনি ৫৯ বছরে পা দিলেন। শাহরুখ একসময় একের পর এক সিগারেট খেতেন তা তিনি নিজেই অনেক সাক্ষাৎকারে জানিয়েছেন। এসআরকে সেই সাক্ষাৎকারে বলেছিলেন তিনি নাকি ১০০টার বেশি সিগারেট খান দিনে। আর জন্মদিনের দিনই বড় ঘোষণা করলেন শাহরুখ। জন্মদিনে ফ্যানদের সাক্ষী রেখে শাহরুখ জানালেন, তিনি আর ধূমপান করছেন না।

নিজের জন্মদিনে শাহরুখ গিয়েছিলেন বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। সেখানে শাহরুখ তাঁর ফ্যানদের সঙ্গে আলাপচারিতা করেন। সেখানেই এসআরকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন। সেই কথাবার্তা চলাকালীনই শাহরুখ বলেন, খুশির খবর এই যে আমি আর ধূমপান করছি না। শাহরুখ এর সঙ্গে এও জানিয়েছেন যে ধূমপান ছাড়ার পর তাঁর শ্বাসের একটু সমস্যা হচ্ছে। এরপর অভিনেতা বলেন, প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে। 

শাহরুখের এই ধূমপান ছাড়ার ঘোষণা সামনে আসার পর তাঁর ভক্তেরা ভীষণই খুশি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেক অনুরাগী লিখেছেন যে গোটা দিনের মধ্যে এটাই সবচেয়ে ভাল খবর। আর একজন লিখেছেন যে আশা করছি শাহরুখ এই সিদ্ধান্তে অনড় থাকবেন। প্রসঙ্গত, শাহরুখ বহু বছর ধরেই তাঁর চেইন স্মোকিংয়ের জন্য পরিচিত। এক সাক্ষাৎকারেই জানা গিয়েছিল যে শাহরুখ একের পর এক সিগারেট খেয়েই যান। ২০১৭ সালেই শাহরুখ জানিয়েছিলেন যে তিনি তাঁর ছোট ছেলে আব্রামের সঙ্গে সময় কাটানোর জন্য ধূমপান ও মদ ছাড়ার পরিকল্পনা করছেন। কারণ তিনি স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান। 

শনিবার শাহরুখের জন্মদিনে তাঁর বাড়ি মন্নতের সামনে দেখা গেল সেই চেনা দৃশ্য। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ… শাহরুখ’ চিৎকার। বান্দ্রার রাস্তায় জনজোয়ার সামলাতে হিমশিম খায় পুলিশও। তিবার ইদ আর জন্মদিনে নিয়ম করে মন্নতের ছাদে উঠে ভক্তদের দর্শন দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে কোভিডকাল ছাড়া ছেদ পড়েনি! তবে এবারের জন্মদিনেও প্রথা ভাঙলেন বাদশা। মন্নতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান।

Advertisement

শাহরুখ খানের এক ফ্যানক্লাবের পক্ষ থেকেই অবশ্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তাঁদের নিরাশ করেননি কিং খান অন্তত। তবে মন্নতের সামনে দিনভর দাঁড়িয়ে থাকা ভক্তদের হৃদয় একেবারে খান-খান! কারণ সারাদিনের অপেক্ষার পরও শাহরুখের দর্শন পাননি তাঁরা।

POST A COMMENT
Advertisement