শাহরুখকে নিয়ে বেফাঁস মন্তব্য বিবেকেরবলিউডে সব নায়কদের সাফল্য যে চোখে পড়ার মতো এমনটা কিন্তু নয়। এমন অনেক নায়কই রয়েছেন যাঁরা একসময় চুটিয়ে অভিনয় করলেও এখন তাঁদের আর কেউই সেভাবে বড়পর্দায় অভিনয় করেন না। সেরকমই এক অভিনেতা হলেন বিবেক ওবেরয়। একসময় সাথিয়া, মস্তি, কম্পানি, শ্যুটআউট অ্যাট লোখান্ডওয়ালা, কেশরি বীর, রক্ত চরিত, দম, ওমকারা-র মতো সিনেমায় বিবেক ওবেরয়ের অভিনয় প্রশংসা পেয়েছে। 'নায়ক' হিসেবে শেষবার ২০১৯ সালে পর্দায় ধরা দিয়েছিলেন বিবেক ওবেরয়। বায়োপিকে নরেন্দ্র মোদির ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তার পর থেকে লাইমলাইটের অন্তরালে বিবেক! তবে এবার 'মস্তি ৪'-এর রিলিজের সুবাদে দীর্ঘদিন বাদে চর্চায় তিনি। আর সেই ছবির প্রচারে গিয়েই বলিউডের বাদশা শাহরুখ খানকে নিয়ে মন্তব্য করে বিপাকে বিবেক।
বলিউডে শাহরুখ খান প্রায় ৩০ বছর ধরে কাজ করছেন, তাঁকে নিয়ে প্রায়ই বলা হয় যে তিনি নাকি ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার। যদিও বিবেক ওবেরয় মনে করেন যে আগামী কয়েক দশক পর হয়তো এই বিশ্ব শাহরুখ খানকে ভুলে যেতে পারেন। বিবেক বলেন, সময়ের সঙ্গে , প্রত্যেককেই ইতিহাসে একটি ছোট গল্প ছাড়া আর কেই মনে রাখে না। প্রসঙ্গত, বেফাঁস মন্তব্যের জন্যই জনপ্রিয় বিবেক। তাঁকে খুব শীঘ্রই মস্তি ৪ ছবিতে দেখা যাবে। এই ছবির প্রচারে এসে তিনি বলেন যে তাঁর মনে হয় এই বিশ্ব শাহরুখ খানকে আগামী কিছু বছরের মধ্যে ভুলে যেতে পারেন।
বিবেক আরও বলেন, রাজ কাপুরের মতো মহান শিল্পী, যাঁকে অনেকেই সিনেমার ভগবান বলে মনে করেন, অথচ আজকের নতুন প্রজন্ম হয়তো রাজ কাপুরের সম্পর্কে জানেন না। মস্তি ৪-এর নায়ক বলেন, ১৯৬০-এর দশকে কোন সিনেমায় কোন অভিনেতা ছিলেন, আজকে জিজ্ঞাসা করলে তা কারোর কিছু যায় আসে না। শেষ পর্যন্ত আপনি শুধুমাত্র ইতিহাসের অংশ হয়ে থাকবেন। এরপরই বিবেক বলেন, ২০৫০-এ হয়তো মানুষ জিজ্ঞাসা করবেন শাহরুখ খান কে? 'মস্তি' অভিনেতার সংযোজন, "এই যেমন, বর্তমান প্রজন্মের লোকজন জিজ্ঞেস করতে পারে, কে রাজ কাপুর? আমি-আপনি রাজ কাপুরকে সিনেমার ঈশ্বর বলে সম্বোধন করি, কিন্তু এই প্রজন্মের কাউকে জিজ্ঞেস করুন, তারা হয়তো রণবীর কাপুরের ভক্ত। তারা জানেও না রণবীর আদতে রাজ কাপুরের নাতি।
শাহরুখকে নিয়ে এমন মন্তব্যের জেরে বিবেক ওবেরয়কে এসআরকে-এর অনুরাগীদের রোষানলে পড়তে হয়েছে। গত কয়েক দশকে শাহরুখ খান নিজের এই সুপারস্টার তকমাটি ধরে আছেন। জিরো ছবির চার বছর পর ২০২৩ সালে পাঠান, জওয়ান ও ডাঙ্কি-তে কামব্যাক করতেই, এই ৩ ছবি গোটা বিশ্বে ২,৬০০ কোটি টাকার উপার্জন করে বলিউডের হাল ফিরিয়েছিলেন তিনি। ২ নভেম্বর এসআরকে-এর ৬০তম জন্মদিনে তাঁর আগামী ছবি কিং-এর টিজার লঞ্চ করা হয়। শাহরুখ খান, আক্ষরিক অর্থে যিনি ইন্ডাস্ট্রির 'কিং', অনুরাগীদের মনের 'বাদশা' আর দুস্থদের 'ভগবান', তাঁর 'স্টারডম' নিয়ে প্রশ্ন তুলে নিজেই বিতর্কে বিবেক ওবেরয়।