Karisma Kapoor: সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তির ভাগ, সৎ মায়ের বিরুদ্ধে আদালতে করিশ্মার দুই সন্তান

Karisma Kapoor: গত জুন মাসে আচমকাই মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুরের। তাঁর মৃত্যু নিয়ে জলঘোলা কম হয়নি। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর মৃত্যুর পর থেকেই তাঁর ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং এই বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন?

Advertisement
সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তির ভাগ, সৎ মায়ের বিরুদ্ধে আদালতে করিশ্মার দুই সন্তানকরিশ্মা কাপুরের দুই সন্তানের সঙ্গে সঞ্জয় কাপুর
হাইলাইটস
  • গত জুন মাসে আচমকাই মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুরের।

গত জুন মাসে আচমকাই মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুরের। তাঁর মৃত্যু নিয়ে জলঘোলা কম হয়নি। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর মৃত্যুর পর থেকেই তাঁর ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং এই বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? তা নিয়ে অশান্তি দেখা দিয়েছে কাপুরদের অন্দরমহলে। এরই মাঝে বাবার সম্পত্তির ভাগ চেয়ে সৎ মায়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ করিশ্মার দুই সন্তান সামাইরা এবং কিয়ান। সঞ্জয় কাপুরের কোম্পানির নতুন মালিক এখন সঞ্জয়ের মা রানি কাপুর ও স্ত্রী প্রিয়া সচদেব।

করিশ্মার সন্তানদের অভিযোগ, প্রিয়া সচদেব সঞ্জয়ের করে যাওয়া দলিল জাল করেছে। তাঁদের অভিযোগ, জালিয়াতি করে এই উইল বানিয়েছেন প্রিয়া সচদেব। সেইজন্যই দলিল এবং সেটা সংক্রান্ত কোনওরকম নথিপত্র হাতে দেওয়া তো দূর অস্ত, দেখানো পর্যন্ত হয়নি করিশ্মা এবং তাঁর দুই সন্তান সামাইরা-কিয়ানকে। আদালতের কাছে এমনই বিস্ফোরক অভিযোগ সঞ্জয়-করিশ্মার সন্তানদের। পাশাপাশি কোর্টের কাছে তাদের আর্জি, সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি একটি না হওয়া পর্যন্ত প্রিয়া সচদেব যেন কোনওভাবেই চূড়ান্ত দলিল প্রস্তুত করতে না পারেন।

এই মামলায় অন্যতম অভিযোগ হল, ২০২৫ সালের ২১ মার্চে হঠাৎ করেই সঞ্জয় কাপুরের উইল সামনে আসে। অথচ প্রিয়া সচদেব শিল্পপতির প্রথম সন্তানদের জানিয়েছিলেন যে সঞ্জয়ের কোনও উইলের অস্বিত্ব নেই। তাদের বাবার মৃত্যুর সাত সপ্তাহ পরে একটি আলোচনা ডাকা হয়, যেখানে উইলে থাকা তথ্য বলা হলেও, তাদের উইল দেখানো হয়নি। উল্লেখ্য, মাস দুয়েক আগে প্রিয়া সচদেবের বিরুদ্ধে এই একই অভিযোগ তুলেছিলেন সঞ্জয়ের মা-বোন। প্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। মামলায় যুক্তি দেওয়া হয়েছে যে সন্দেহজনক পরিস্থিতিতে উইলের এই আকস্মিক উপস্থিতি গুরুতর সন্দেহের জন্ম দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, প্রিয়া সচদেবের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুই ব্যক্তি নথিটি উপস্থাপনের জন্য দায়ী ছিলেন, যা সন্দেহকে আরও গভীর করে তোলে। তাদের বাবার মৃত্যুর সময়, সন্তানরা দাবি করে যে, তাদের জানানো হয়েছিল যে সঞ্জয় কাপুরের সমস্ত সম্পত্তি আরকে ফ্যামিলি ট্রাস্টের দখলে রয়েছে। যদিও বলা হয়েছিল যে ২৫ জুলাই, ২০২৫ তারিখে নির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলাকালীন ট্রাস্ট সম্পর্কিত ফর্মগুলিতে স্বাক্ষর করতে হবে, পরে তারা একটি ফোন পেয়েছিলেন যে তাদের উপস্থিতির আর প্রয়োজন নেই, কোনও ব্যাখ্যা ছাড়াই। সন্তান এবং তাদের মাকে কখনও পারিবারিক ট্রাস্ট দলিল বা ট্রাস্টের সম্পদের সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়নি। এই স্বচ্ছতার অভাব মামলার একটি কেন্দ্রীয় বিষয়।

Advertisement

গত ১২ জুন মৃত্যু হয় শিল্পপতি সঞ্জয় কাপুরের। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবে বেশ কয়েকবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন তিনি। তবে সেটা নেতিবাচক কারণেই অবশ্য। ২০১৬ সালে করিশ্মা কাপুরের সঙ্গে ডিভোর্স। সঞ্জয় কাপুরের ‘রসিক’ জীবন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও! একাধিক প্রেম, বিয়ে থেকে বিলাসবহুল জীবনযাপনের জন্য বারবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন সঞ্জয়। বিয়ে ভাঙার পর করিশ্মা তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগও এনেছিলেন। ডিভোর্সের সময় খোরপোশ হিসেবে বেশ মোটা অঙ্ক হাঁকিয়েছিলেন কাপুরকন্যা। জানা যায়, ৭০ কোটি টাকা নিয়েছিলেন করিশ্মা। বলিপাড়া সূত্রে খবর, সঞ্জয়ের উইলে করিশ্মার নাম নেই। কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রই একথা জানিয়েছে। জানা গিয়েছে, প্রয়াত স্বামীর এই বিপুল সম্পত্তির কানাকড়িও পাবেন না করিশ্মা। কারণ উত্তরাধিকারের জায়গায় তাঁর নাম নেই।

POST A COMMENT
Advertisement