Malaika Arora: ৫০ নাকি ৫২? বয়স নিয়ে বিভ্রান্তি দূর করলেন মালাইকা

Malaika Arora: তাঁর বয়স কত, তা নিয়ে বেশ বিভ্রান্তি রয়েছে। কেউ বলেন ৫০ আবার কেউ বলেন ৫২। সদ্য মালাইকা অরোরা তাঁর জন্মদিন পালন করেছেন গোয়াতে। যেখানে তাঁর বোন অমৃতা অরোরা সহ ইন্ডাস্ট্রির চেনা মুখদের দেখা গিয়েছে।

Advertisement
৫০ নাকি ৫২? বয়স নিয়ে বিভ্রান্তি দূর করলেন মালাইকা মালাইকা অরোরা
হাইলাইটস
  • সদ্য মালাইকা অরোরা তাঁর জন্মদিন পালন করেছেন গোয়াতে।

তাঁর বয়স কত, তা নিয়ে বেশ বিভ্রান্তি রয়েছে। কেউ বলেন ৫০ আবার কেউ বলেন ৫২। সদ্য মালাইকা অরোরা তাঁর জন্মদিন পালন করেছেন গোয়াতে। যেখানে তাঁর বোন অমৃতা অরোরা সহ ইন্ডাস্ট্রির চেনা মুখদের দেখা গিয়েছে। মালাইকার বয়স ঠিক কত, তা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে তাঁর ভক্তদের মধ্যে। ৫০ নাকি ৫২, এই নিয়েই চলছে তরজা। যদিও মালাইকাকে ৫০তম জন্মদিন পালন করতেই দেখা গিয়েছে। 

আসলে ২০১৯ সালে মালাইকা তাঁর বয়স ৪৬ বছর বলে দাবি করেছিলেন। সেই হিসাবে চললে ২০২৫ সালে অর্জুন কাপুরের প্রাক্তন প্রেমিকার বয়স ৫২ বছর হওয়ার কথা। কিন্তু মালাইকার কেকে দেখা গেল ৫০ বছরের মোমবাতি। তবে এবার অভিনেত্রী নিজেই বললেন তাঁর আসল বয়স ঠিক কত। মালাইকা এই নিয়ে তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি জানিয়েছেন তিনি ৫০ বছরে পা দিয়েছেন। 

রবিবার মালাইকা জন্মদিন সেলিব্রেশনের আরও কিছু ছবি পোস্ট করে লেখেন, আমার মন ভরে গিয়েছে। আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য ধন্যবাদ। এত সুন্দর একটা সন্ধ্যার আয়োজনে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ। বোন অমৃতা অরোরা সহ অন্যান্যদের ধন্যবাদ জানিয়েছেন মালাইকা।  আর এই পোস্টে তিনি নিজের বয়স ৫০ বলেই দাবি করেছেন। ২৩ অক্টোবর ছিল মালাইকার জন্মদিন। গোয়াতে গ্র্যান্ড সেলিব্রেশন করেন সকলের প্রিয় মাল্লা। 

উইকিপিডিয়া অনুসারে মালাইকার জন্ম ১৯৭৩ সালের ২৩ অক্টোবর। সুতরাং হিসেব বলছে বলিউড নায়িকার বয়স ৫২। যদিও মালাইকা বলছেন তাঁর বয়স ৫০। তবে নায়িকাকে দেখলে বোঝার উপায় নেই তিনি ৫০-কোঠায় দাঁড়িয়ে রয়েছেন। শরীরচর্চা ও নিয়মিত যোগাভ্যাস করেই মালাইকা তাঁর বয়সকে ধরে রেখেছেন। তিনি অনায়াসে নিজেকে ৩৫ বলে চালিয়ে দেওয়ার সাহস রাখেন। 

Advertisement

মালাইকার জন্মদিনে তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুর বিশেষ বার্থডে শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি আলাদা হয়েছেন মালাইকা ও অর্জুন। কিন্তু তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও বজায় রয়েছে। অপরদিকে, মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান ফের বাবা হয়েছেন কন্যা সন্তানের।  

POST A COMMENT
Advertisement