Rakhi Sawant: ফের বিয়ে করছেন রাখি সাওয়ান্ত? পাত্র এবার পাকিস্তানের, চিনে নিন

Rakhi Sawant: বলিউডে তাঁকে নিয়ে বিতর্ক কম হয় না। তাঁকে বি-টাউনের কনট্রোভার্সিয়াল কুইন নামেই ডাকা হয়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চায় থাকেন রাখি সাওয়ান্ত। বছরজুড়েই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।

Advertisement
ফের বিয়ে করছেন রাখি সাওয়ান্ত? পাত্র এবার পাকিস্তানের, চিনে নিন ফের বিয়ে করছেন রাখি?
হাইলাইটস
  • নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চায় থাকেন রাখি সাওয়ান্ত।

বলিউডে তাঁকে নিয়ে বিতর্ক কম হয় না। তাঁকে বি-টাউনের কনট্রোভার্সিয়াল কুইন নামেই ডাকা হয়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চায় থাকেন রাখি সাওয়ান্ত। বছরজুড়েই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ইতিমধ্যেই দুবার ডিভোর্স হয়ে গিয়েছে রাখির। এখন তিনি আবার তৃতীয় বিয়ে করার কথা ভাবছেন। তবে এইবার তাঁর হবু বর ভারতের নয়, অন্য দেশের। 

রাখি ভারতের শত্রুদেশ পাকিস্তানে গিয়ে সেখানকার নাগরিককে বিয়ে করবেন বলে জানিয়েছেন। রাখি জানিয়েছেন যে তিনি সেই দেশ থেকে একাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে রাখি বলেন যে তাঁর কাছে বিয়ের প্রস্তাব আসছে। রাখি বলেন, আমি পাকিস্তান গিয়েছিলাম। সেখানে তারা কী করে জানল যে আমার আগের বিয়েগুলো টেকেনি আর আমায় হেনস্থা করা হয়েছে। অভিনেত্রী এও বলেন, আমি সেইসব বিয়ের প্রস্তাবগুলো থেকে একটা প্রস্তাব অবশ্যই বেছে নেব। 

প্রসঙ্গত, রাখির সঙ্গে বর্তমানে ডোডি খানের সম্পর্ক তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। তাঁর সঙ্গে রাখি একাধিক রিলস ভিডিও তৈরি করছেন। শোনা যাচ্ছে, এই ডোডি খানকেই রাখি বিয়ে করতে চলেছেন। রাখি তাঁর পাকিস্তানি হবু বর ডোডি খান প্রসঙ্গে বলেন, বিয়ে পাকিস্তানে হবে আর সেটাও ইসলাম ধর্ম অনুযায়ী। ভারতে রিসেপশন হবে। রাখি হানিমুনের জন্য সুইৎজাল্যান্ড অথবা নেদারল্যান্ড যেতে পারেন। অভিনেত্রী এরপর দুবাইতে বসবাস শুরু করবেন। রাখির হবু বর ডোডি একজন অভিনেতা, মডেল ও ফিটনেস ফ্রিক বলে জানা গিয়েছে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dodi Khan (@dodi_khan)

সোশ্যাল দুনিয়ায় রাখি ও ডোডির বিয়ের চর্চা শুরু হয়েছে। ডোডি এক ভিডিওতে রাখিতে প্রকাশ্যেই জিজ্ঞেস করেছেন যে তিনি বরযাত্রী নিয়ে ভারতে আসবেন নাকি দুবাই? এরপর তিনি রাখিকে আই লাভ ইউ বলেন। রাখি-ডোডোর বিয়ের খবর শোনার পর অভিনেত্রার অনুরাগীরা তাঁকে ফের বিয়ের সাজে দেখতে চান। তবে এটা সত্যি নাকি রাখির নতুন কোনও নাটক, তা নিয়ে ধন্দে নেটিজেনরা। 

Advertisement

২০২৩ সালে আদিল দুরানিকে বিয়ে করেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। প্রিয় মানুষকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হন। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম বদলে রাখেন— ফাতিমা। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে ভেঙে যায় তাদের সংসার। এ নিয়ে কাদা ছোঁড়াছুড়ি কম হয়নি। রাখির দায়ের করা মামলায় জেলও খাটতে হয়েছে আদিলকে। আপাতত রাখি সিঙ্গল। 

POST A COMMENT
Advertisement