২০১৪ সালে রানি মুখোপাধ্যায় বিয়ে করেন পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে। কিন্তু রানি-আদিত্যর সেই বিয়ের ছবি এখনও কেউ দেখেননি। রানিকে বিয়ের সাজে কেমন লাগছে, তা এখনও কেউ জানেই না। তারকা দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। তাই রানি বা আদিত্য কখনই তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানিয়েছেন তাঁর ও আদিত্যর বিয়ের ছবি কেন শেয়ার করেননি তাঁরা।
এক সাক্ষাৎকারে রানিকে মজার ছলেই জিজ্ঞাসা করা হয় যে আদিত্যর সঙ্গে বিয়ের সিলভার জুবিলি সেলিব্রেশনের সময় তিনি বিয়ের ছবি প্রকাশ্যে আনবেন কিনা? রানি এ প্রসঙ্গে বলেন, মনে হয়, এটা খুবই দুর্দান্ত ধারণা। আসলে আমি ও আমর স্বামী আমাদের যে কোনও বিষয়কে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। আদিত্য চেয়েছিলেন আমাদের বিয়ে খুব ব্যক্তিগত পরিসরে হোক। তাই আমার মনে হয় না আমার স্বামী কোনওদিন চাইবে বিয়ের ছবি প্রকাশ্যে আসুক।
প্রসঙ্গত, রানি নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়া ও খবর থেকে দূরে রাখতেই পছন্দ করেন। রানি বলেন, আমি সব সময়ই নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। কারণ আমার কাজ ও নিজের জীবন দুটোই আলাদা। আপনি যদি আমায় দেখে থাকেন, তাহলে আমি তখনই বাইরে আসি যখন কোনও কারণ থাকে। এটা সর্বদা বা প্রত্যেক সময় হয় না। কুছ কুছ হোতা হ্যয়-এর টিনা আরও বলেন, আমি মনে করি কিছু জিনিস আপনাকে নিজের কাছেই রাখা উচিত। আপনার চারপাশের পরিবেশটা রক্ষা করা উচিত। আপনি সবার কাছে সবকিছু হতে পারবেন না, কারণ আমরা ইতিমধ্যেই এত উন্মুক্ত, এবং সেই প্রকাশই যথেষ্ট। কিছু জিনিস গোপন রাখা উচিত, যেমন আপনি কোথায় যান, আপনি কী করেন, আপনার পরিবারের সঙ্গে আপনি কী করেন এগুলো।
দীর্ঘ কেরিয়ার রানি মুখোপাধ্যায়ের। প্রচুর প্রশংসা, প্রচুর ভালবাসা, হাজার হাজার অনুগামী। বলিউডের একাধিক সিনেমায় রানির অভিনয় রীতিমতো প্রশংসিত। সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Versus Norway) সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। নর্থ বম্বের মুখোপাধ্যায় পরিবারের পুজোতেও রানিকে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। পুজোর কটা দিন কাজ ভুলে বাড়ির পুজোতেই থাকেন নায়িকা।