Shilpa Shetty: বহু বছরের রীতিতে ছেদ, গণেশ পুজো হচ্ছে না শিল্পা-রাজের বাড়িতে

Shilpa Shetty: মায়ানগরীতে দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণেশ পুজো। মুম্বইয়ের অলি-গলিতে এই গণেশ উৎসব পালন হয়ে থাকে। রাত পোহালেই গণেশ চতুর্থীতে মেতে উঠবে বাণিজ্য নগরীতে। প্রতি বছরই গণেশ উৎসব পালন হয়ে আসছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির বাড়িতে।

Advertisement
বহু বছরের রীতিতে ছেদ, গণেশ পুজো হচ্ছে না শিল্পা-রাজের বাড়িতে এই বছর গণেশ পুজো হচ্ছে না শিল্পা-রাজের বাড়িতে
হাইলাইটস
  • মায়ানগরীতে দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণেশ পুজো।

মায়ানগরীতে দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণেশ পুজো। মুম্বইয়ের অলি-গলিতে এই গণেশ উৎসব পালন হয়ে থাকে। রাত পোহালেই গণেশ চতুর্থীতে মেতে উঠবে বাণিজ্য নগরীতে। প্রতি বছরই গণেশ উৎসব পালন হয়ে আসছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির বাড়িতে। পুজোর আগের দিন থেকেই সাজো সাজো রব, নিজের হাতে গণেশ মূর্তি বাড়িতে নিয়ে আসেন অভিনেত্রী। তবে দীর্ঘদিনের এই রীতিতে ছেদ পড়তে চলেছে। এই বছর, দীর্ঘদিনের প্রথা ভেঙে শিল্পার বাড়িতে হবে না গণপতি আরাধনা। হঠাৎ কী হল যে এতদিনের প্রথায় ছেড পড়ল?

শিল্পা এই নিয়ে তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানেই নায়িকা জানিয়েছেন যে এই বছর তাঁর বাড়িতে গণেশ পুজো হচ্ছে না। কারণ তাঁদের এক নিকট আত্মীয়ের মৃত্যু হয়েছে। সেই কারণে, ১৩ দিনের ঘাট কাট পালন করার রীতি রয়েছে তাঁদের। অর্থাৎ তাঁদের অশৌচের মধ্যেই পড়েছে গণেশ পুজো। সেই কারণে এই বছর শিল্পা, তাঁর স্বামী রাজ আর পরিবারের অন্যান্য সদস্যরা গণেশ পুজোয় সামিল হতে পারছেন না। প্রত্যেক বছরই শিল্পা ও রাজ কুন্দ্রার বাড়িতে জাঁকজমকের সঙ্গে গণেশ পুজো হয়ে থাকে। যেখানে সামিল হয় প্রচুর অতিথি।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

বিসর্জনের সময়ও দেখা যেত শিল্পার নাচ। সবকিছু ভুলে মগ্ন হয়ে নাচতেন নায়িকা। এমনকী রাজ কুন্দ্রা জেলে থাকাকালীনও শিল্পা একা হাতেই ছোট করে গণেশ চতুর্থী পালন করেছিলেন। সেই এত বছরের অভ্যাসে এবার ছেদ পড়ল। তবে গণেশ পুজো না করলেও নবরাত্রি পালন করবেন শিল্পা ও রাজ। সদ্যই প্রেমানন্দ মহারাজের কাছে গিয়েছিলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, প্রেমানন্দ মহারাজের সামনে হাত জোড় করে বসে রয়েছেন শিল্পা ও রাজ । ২ জনের পরণেই সাবেকি পোশাক । 

রাজ মহারাজকে বলেন, 'আমি গত ২ বছর ধরে আপনাকে অনুসরণ করছি । যখনই আমার মনে যা যা প্রশ্ন আসে, কাকতালীয়ভাবে তার উত্তর ঠিক পরের দিনই আমি পেয়ে যাই আপনার সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিও থেকে । প্রেমানন্দ মহারাজ রাজ কুন্দ্রাকে নাম জপ করার পরামর্শ ও দেন । কথোপকথনের মধ্যেই প্রেমানন্দ মহারাজ জানান যে, তাঁর দুটি কিডনিই কার্যত বিকল হয়ে গিয়েছে । কিন্তু সেই বিকল কিডনি নিয়েই তিনি বেঁচে রয়েছেন । এই কথা শুনে রাজ বলেন, তিনি মহারাজের কষ্ট বুঝতে পারছেন । যদি মহারাজের কাজে আসে, তাহলে তিনি নিজের একটি কিডনি মহারাজকে দিতে পারেন । এই কথা শুনে বাধা দেন মহারাজ । তিনি জানান, যখন তাঁর ডাক আসবে, তখন তিনি সেই খারাপ কিডনি নিয়েই পৃথিবী ত্যাগ করবেন । সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় । বিভিন্ন রকম মন্তব্য আসতে থাকে । তবে অনেকেই রাজ কুন্দ্রাকে এই ভাবনার জন্য সাধুবাদ জানিয়েছেন ।
 

Advertisement

POST A COMMENT
Advertisement