বিদ্যা বালানের সঙ্গে কলকাতার আত্মিক যোগ যে গভীর, তা নতুন করে বলার কিছু নেই। এখানে আসলেই তিনি হিন্দি-ইংরাজি ভুলে বাংলাতেই কথা বলতে বেশি ভালোবাসেন। এই শহরের প্রতি তাঁর প্রেম একেবারে চিরন্তন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ভুলভুলাইয়া ৩। যা বক্সঅফিস রীতিমতো কাঁপাচ্ছে বলে শোনা যাচ্ছে। আর তারই মাঝে বিদ্যার মুখে শোনা গেল সুকুমার রায়ের আবোল তাবোল-এর সৎ পাত্র কবিতাটি। আর অভিনেত্রীকে সেই ছড়া শিখিয়েছেন অভিনেতা রাজেশ শর্মা।
সম্প্রতি বিদ্যা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে একটি সোফায় রাজেশ ও বিদ্যা বালান বসে রয়েছেন। রাজেশ ভিডিওতে বলেন তিনি বহুবছর আগে বিদ্যাকে এই সৎ পাত্র ছড়াটি শিখিয়েছিলেন আর বিদ্যারও এত বছর পর সেটা মনে আছে। এরপরই রাজেশ ও বিদ্যার যুগলবন্দিতে শোনা যায় সৎ পাত্র কবিতাটি। বিদ্যার ভাঙা ভাঙা বাংলায় সৎ পাত্র কবিতাটি শুনতে মন্দ লাগবে না। তবে কিছু কিছু শব্দ ও লাইন ভুলে যাচ্ছিলেন যা মনে করিয়ে দেন অভিনেতা রাজেশ।
রাজেশ-বিদ্যার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। বলি তারকারা তো বটেই এই ভিডিওতে কমেন্ট করতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, শ্রুতি দাস, রুকমা রায় সহ অনেককেই। বিদ্যাকে এর আগেও বহুবার বাঙলায় কথা বলতে শোনা গিয়েছিল। বাঙালি খাবার ও এই শহরের প্রতি বিদ্যার গভীর ভালোবাসা সবসময়ই প্রকাশ পায়। প্রসঙ্গত, বিদ্যার কেরিয়ারের অন্যতম সিনেমা হল কাহানি। যার শ্যুটিং হয়েছিল এই কলকাতাতেই। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ছবি শহরের প্রতি বিদ্যার টান আরও বাড়িয়ে দিয়েছিল।
ভুলভুলাইয়া ৩ ছবির প্রচারে এসেও বিদ্যা মুখ খুলেছিলেন আরজি করের ঘটনা নিয়ে। আর জি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে তাঁকেও। বিদ্যা জানিয়েছিলেন, ‘দুঃখ পেয়েছিলাম। আমার কেরিয়ারের শুরু থেকে এই শহর জড়িয়ে রয়েছে। কলকাতা প্রতিবাদের শহর। মায়ের শহরে এই রকম একটা ঘটনা কী ভাবে হয়ে গেল বুঝতে পারলাম না।’ গৌতম হালদারের বাংলা ছবি ভালো থেকো'র সঙ্গে বড় পর্দায় জার্নি শুরু তাঁর। কাকতালীয়ভাবে বলিউডেও বিদ্যার প্রথম কাজ ‘পরিণীতা’।