ঝুলিতে একের পর একে সিনেমা। কেরিয়ার একেবারে মধ্য গগনে অভিনেতা রাজকুমার রাওয়ের। এরই মাঝে সুখবর শোনালেন অভিনেতা ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পত্রলেখা। তারকা দম্পতির জীবনে আসতে চলেছে একরত্তি। মা-বাবা হতে চলেছেন রাজকুমার ও পত্রলেখা। দুজনেই সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড শেয়ার করে এই সুখবর জানিয়েছেন। এই খবর সামনে আসতেই শুভেচ্ছা আসতে থাকে বি-টাউনের একাধিক তারকাদের কাছ থেকে।
রাজকুমার ও পত্রলেখা দুজনেই যে কার্ড শেয়ার করেছেন, সেখানে শিশুদের একটি দোলনা রাখা। আর তার ওপরে লেখা বেবি অন দ্য ওয়ে অর্থাৎ সন্তান আসতে চলেছে। এই পোস্টের নীচে অনেক তারকাদেরই কমেন্ট করতে দেখা যায়। তবে সবার থেকে আলাদা কমেন্ট করেন কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান। তিনি লেখেন, অবশেষে এই খবরটা প্রকাশ্যে আনা হল। এই খবরটা চেপে রাখা আমার জন্য খুব কঠিন ছিল। ফারহার এই কমেন্টে বোঝা যাচ্ছে যে পত্রলেখা প্রেগন্যান্ট হয়েছেন অনেকদিনই।
দীর্ঘ ১১ বছরের প্রেম পত্রলেখা ও রাজকুমার রাওয়ের। এরপর ২০২১ সালে বিয়ে সারেন তাঁরা। বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত রাজকুমার রাও ও পত্রলেখা। অভিনেত্রী বাঙালি হওয়ার কারণে রাজকুমার রাও বাংলার জামাইও বটে। তাই কলকাতার সঙ্গে অভিনেতার এত আত্মিক যোগাযোগও রয়েছে। ২০২১ সালে চণ্ডীগড়ে বিয়ে সারেন এই কাপল।
সেই সময় চর্চায় উঠে এসেছিল পত্রলেখার বিয়ের ওড়না। যেখানে বাংলায় লেখা ছিল ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’। বিয়ের কিছুদিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন রাজকুমার। তাঁদের ৪ বছরের দাম্পত্যে শুধুই ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। দুজনেই এখন চুটিয়ে কাজ করছেন। বিয়ের চার পর তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। স্বাভাবিকভাবেই দারুণ খুশি তাঁরা। প্রসঙ্গত, রাজকুমার রাওকে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে মহারাজের চরিত্রে। যার জন্য বাংলা শিখতে হচ্ছে অভিনেতাকে।