Mithun Chakraborty: এবার বাঙালি হিন্দু নির্যাতন নিয়ে বিবেকের ছবি, ঝলকেই চমক মিঠুনের

Mithun Chakraborty: বরাবরই একটু অন্য ধাঁচের ছবি তৈরি করে বিতর্কের শিরোনামে থেকেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 'তাসখন্দ ফাইলস', 'কাশ্মীর ফাইলস'-এর পর আরও এক ফাইলের সিক্রেট নিয়ে প্রজাতন্ত্র দিবসের দিন হাজির হলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 'দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার' ছবির টিজার প্রজাতন্ত্র দিবসের দিন সামনে নিয়ে আসা হল।

Advertisement
এবার বাঙালি হিন্দু নির্যাতন নিয়ে বিবেকের ছবি, ঝলকেই চমক মিঠুনেরদ্য দিল্লি ফাইলস টিজার
হাইলাইটস
  • বরাবরই একটু অন্য ধাঁচের ছবি তৈরি করে বিতর্কের শিরোনামে থেকেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

বরাবরই একটু অন্য ধাঁচের ছবি তৈরি করে বিতর্কের শিরোনামে থেকেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 'তাসখন্দ ফাইলস', 'কাশ্মীর ফাইলস'-এর পর আরও এক ফাইলের সিক্রেট নিয়ে প্রজাতন্ত্র দিবসের দিন হাজির হলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 'দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার' ছবির টিজার প্রজাতন্ত্র দিবসের দিন সামনে নিয়ে আসা হল। যার প্রথম ঝলকেই দেখা গেল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। 

অক্টোবরেই সামনে এসেছিল এই ছবির ফাস্ট লুক। আর তখনই বিস্তর হইচই পড়ে গিয়েছিল। কারণ এই ছবির সঙ্গে বাংলার একটা গভীর যোগ রয়েছে তা আগেই বোঝা গিয়েছিল। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে তেজ নারায়ণ আগরওয়াল ও আই অ্যাম বুদ্ধ। এই টিজারের প্রথমেই দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে, যিনি সংবিধানের প্রস্তাবনা বলতে বলতে এগিয়ে আসছেন। এরপরই স্ক্রিনে ফুটে ওঠে ভারতে স্বাগত কথাটি। বিবেক অগ্নিহোত্রীর এই ছবিতে মিঠুন চক্রবর্তী ছাড়াও দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। 

তবে অনেকেরই মনে প্রশ্ন বিবেক অগ্নিহোত্রীর এই ‘দ্য দিল্লি ফাইলস’ সঙ্গে 'বেঙ্গল ফাইলস'-এর যোগ কীভাবে? এই বিষয়ে পরিচালক বিবেক নিজেই ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'আসলে আমি প্রথমে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নাম দিতেই চেয়েছিলাম। কিন্তু পরে নাম বদলে দিল্লি ফাইলসই রাখি। কারণ এই ছবির গল্পে বাংলার রাজনীতিও দেখানো হবে। আবার দিল্লির রাজনীতিতে তার প্রভাবও দেখানো হবে। আর এই কারণেই ছবির নাম ‘দিল্লি ফাইলস’, সঙ্গে সাব লাইনে থাকছে বাংলার কথাও।' তাঁর কথায়, ছবির বিষয়বস্তু ডিরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালি ঘটনার উপর ভিত্তি করে বানানো হচ্ছে। এদিকে ছবির নাম দিল্লি ফাইলস। বিবেক বলেন, 'চাইলে ছবির নাম বেঙ্গল ফাইলস রাখতে পারতাম। বাংলার রাজনীতি কীভাবে ভারতের ভাগ্য নির্ধারণ করেছে সেটাই দেখাবে এই ছবি। কিন্তু তারপর দিল্লি ফাইলস এই জন্যই রাখলাম কারণ প্রাথমিক ভাবে ভারতের ভাগ্য দিল্লিতেই নির্ধারিত হয়।'

নভেম্বরেই এই ছবির ঘোষণা করা হয়। সিনেমার শ্যুটিং শুরু হয়ে যায় গত বছর থেকেই। শাশ্বত ও মিঠুনকে আবারও একসঙ্গে এই সিনেমায় দেখা যাবে। এই সিনেমাটির জন্য বিবেক ব্যাপক গবেষণা করেছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, কেরল থেকে কলকাতা হয়ে দিল্লি, সর্বত্র তিনি ভ্রমণ করেছেন এই সিনেমার তথ্য সংগ্রহ করার জন্য। পরিচালকের অন্য সব ছবির মতো এই ছবিটিও যে আলোড়ন ফেলবে ব্যাপকাবে তা বলাই বাহুল্য। চলতি বছরের ১৫ অগাস্ট মুক্তি পাবে দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার।  

Advertisement

POST A COMMENT
Advertisement